‘কিছু না করেই…’, আদৃতের বিয়ে নিয়ে এভাবে খোঁচা সৌমিতৃষার?
Soumitrisha Kundu: 'মিঠাই' চলাকালীন সৌমিতৃষার সঙ্গে আদৃতের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। এও শোনা যায় এক প্রচ্ছন্ন ভাললাগা ছিল দুই তরফেই। কিন্তু যা ভাবা হয় তাই কি হয় সবসময়? তাঁদের প্রেম কোনওদিনই পূর্ণতা পায়নি। বরং আদৃতের 'দিদিয়া'ই হয়ে ওঠেন তাঁর ভালবাসার মানুষ। আজ তাঁদের রিসেপশন। হাজির থাকবেন টলিপাড়ার চেনামুখরা।

আদৃত রায়ের বিয়েতে দেখা যায়নি অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুকে। শোনা যাচ্ছে আমন্ত্রণ পত্রই নাকি পৌঁছয়নি তাঁর কাছে। বরং আদৃত ও কৌশাম্বী চক্রবর্তীর বিয়ের দিন সামাজিক মাধ্যম থেকে খানিক দূরেই ছিলেন নায়িকা। তবে এক দিন পার হতে না হতেই এ সব কী লিখলেন সৌমিতৃষা! যা দেখে নেটিজেনদের একটা বড় অংশের ধারণা, নাম না করেই আদৃতের বিয়ে নিয়ে খোঁচা দিয়েছেন তিনি? কী করেছেন?
একটি পোস্ট নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সৌমিতৃষা। ইংরেজিতে লেখা সেই পোস্টের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “কোনও কিছু না ঘটিয়ে আমি কীভাবে যেন স্পটলাইটে চলে আসি।” এখানেই শেষ নয়, চোখ টেপার এক ইমোজি শেয়ার করে তিনি আরও লেখেন, ” জানেনই তো।” অনেকেই মনে করছেন এ নিছকই সাধারণ পোস্ট নয়। বরং এই পোস্ট খানিক ইঙ্গিতবাহী। যবে থেকে আদৃত ও কৌশাম্বীর খবর সামনে এসেছে ঠিক তবে থেকেই সৌমিতৃষাকে নিয়েই চলছে জোর আলোচনা। এ ব্যাপারে তাঁর কী প্রতিক্রিয়া, তিনি যাবেন কিনা, তা নিয়ে জল্পনা চলছিল। সংবাদমাধ্যমের তরফে তাঁকে এ নিয়ে প্রশ্ন করা হলেও তিনি এড়িয়ে গিয়েছেন। বা কখনও বেজে গিয়েছেন তাঁর ফোন। তিনি চুপ থাকলেও মিঠাইরানির ভক্তরা কিন্তু চুপ করে থাকেননি। তাঁদের অনেকেই সৌমিতৃষা ব্যতীত অন্য কারও সঙ্গে আদৃতকে দেখতে নারাজ। আর সেই কারণে আদৃত ও কৌশাম্বীর বিয়ের ছবি প্রকাশের পর থেকেই সেই ছবির কমেন্ট বক্সে গিয়ে নানা নেতিবাচক মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁদের। সেই কারণে কি এমন মন্তব্য সৌমিতৃষার? বেশিরভাগের ধারণা তেমনটাই।

‘মিঠাই’ চলাকালীন সৌমিতৃষার সঙ্গে আদৃতের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। এও শোনা যায় এক প্রচ্ছন্ন ভাললাগা ছিল দুই তরফেই। কিন্তু যা ভাবা হয় তাই কি হয় সবসময়? তাঁদের প্রেম কোনওদিনই পূর্ণতা পায়নি। বরং আদৃতের ‘দিদিয়া’ই হয়ে ওঠেন তাঁর ভালবাসার মানুষ। আজ তাঁদের রিসেপশন। হাজির থাকবেন টলিপাড়ার চেনামুখরা।
