পদে-পদে ঐশ্বর্যকে আগলে রাখে, জানেন দেহরক্ষীকে কত টাকা দেন?

সেলিব্রিটি বডিগার্ডের কাজ একেবারেই সহজ নয়। অত্যন্ত সতর্কতা, শারীরিক ক্ষমতা এবং পরিস্থিতি সামলানোর ক্ষমতা রাখতে হয়। এমনকি এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজের জন্য তাঁদের সম্মানজনক পারিশ্রমিকও দেওয়া হয়।

পদে-পদে ঐশ্বর্যকে আগলে রাখে, জানেন দেহরক্ষীকে কত টাকা দেন?

| Edited By: জয়িতা চন্দ্র

Jul 02, 2025 | 3:09 PM

বিশ্বখ্যাত বলিউড স্টার ঐশ্বর্য রাই বচ্চন, তাঁর রূপ থেকে গুণ, দর্শক দরবারে বারবার প্রশংসিত হয়েছে। তাঁর অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়। লাইমলাইটে তাই সব সময় নজরে থাকেন তিনি। এই কারণেই, যখনই তিনি জনসমক্ষে আসেন, তাঁকে সুরক্ষিত রাখতে হয়। এই দায়িত্ব পালন করে চলেছেন তাঁর বিশ্বাসের বডিগার্ড শিবরাজ। যিনি দীর্ঘদিন ধরে বচ্চন পরিবারের নিরাপত্তা টিমের সদস্য। শিবরাজের মূল কাজই হল ঐশ্বর্যকে সিনেমার সেট, পাবলিক ইভেন্ট এবং আন্তর্জাতিক সফরে নিরাপত্তা দেওয়া। যাতে তিনি যে কোনও ধরনের জনসংঘর্ষ বা সমস্যা, ঝুঁকি থেকে নিরাপদ থাকতে পারেন।

শিবরাজ কেবল একজন পেশাদার বডিগার্ড নন, বরং বচ্চন পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর সম্পর্ক অনেক দিনের। তাঁর নিষ্ঠা, বিশ্বাস, ভরসার কারণে তিনিও এখন পরিবারের খুব কাছের হয়ে উঠেছেন। ২০১৫ সালে, ঐশ্বর্য তাঁর বিয়েতেও গিয়েছিলেন।

সেলিব্রিটি বডিগার্ডের কাজ একেবারেই সহজ নয়। অত্যন্ত সতর্কতা, শারীরিক ক্ষমতা এবং পরিস্থিতি সামলানোর ক্ষমতা রাখতে হয়। এমনকি এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজের জন্য তাঁদের সম্মানজনক পারিশ্রমিকও দেওয়া হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, শিবরাজ মাসপিছু প্রায় ৭ লাখ টাকা আয় করে থাকেন, যা বছরে প্রায় ৮৪ লাখ টাকার সমান। এই পরিমাণ বেতন অনেক কর্পোরেট এক্সিকিউটিভের থেকেও বেশি। এছাড়াও, ঐশ্বর্যের নিরাপত্তা টিমের আরেক সদস্য রাজেন্দ্র ধোলেও বছরে প্রায় ১ কোটি টাকা আয় করে থাকেন।