
শাশুড়ি মা বাঙালি, শরীরে রয়েছে বাংলা যোগ– সেই বাড়ির বউ হওয়ার পর যে বাঙালি রীতি রেওয়াজ মানতে হবে খানিকটা, সে ধারণা করা গিয়েছিল আগেই। যদিও তিনি ঐশ্বর্য রাই বচ্চন, বিশ্বসুন্দরী তবুও বৌভাতে দিন রীতি মেনে প্রথম যে রান্নাটি তিনি করেছিলেন তাতে ছিল বাঙালি স্বাদের ছোঁয়া। এ কথা খোদ জানিয়েছেন অভিষেক বচ্চন। কী রেঁধেছিলেন ঐশ্বর্য? যা খেতে হয়েছিল সুস্বাদু, অন্তত স্বামীর দাবি কিন্তু তেমনটাই।
অভিষেককে প্রশ্ন করা হয়েছিল “এত বছর ধরে সংসার, কোন খাবারটি সবচেয়ে ভাল রান্না করেন অ্যাশ?” সে উত্তর দেননি অভিষেক। কোনও একটি রান্নার নাম নিতে চাননি তিনি। বরং বলেছিলেন, “নির্দিষ্ট একটি রান্না নয়। ও যাই করে ভালবেসে করে। তবে ও খুব ভাল মিষ্টির পদ তৈরি করতে পারে। এখনও মনে আছে যখন আমাদের বিয়ে হয় তখন বাঙালি রীতি মেনে ওকে কিছু রান্না করতে হতো। খুব সুন্দর হালুয়া বানিয়েছিল। সেই স্বাদ এখনও মুখে লেগে আছে। সত্যি কথা বলতে ও যাই তৈরি করে আমার ভাল লাগে। কারণ ওই রান্নায় মিশে থাকে অনেকটা ভালবাসা। আর সেই ভালবাসার গুণেই রান্নার স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়।”
বি-টাউন জুড়ে সম্প্রতি খবর, কিছুই নাকি ভাল যাচ্ছে না ঐশ্বর্য ও অভিষেকের মধ্যে। এও শোনা যাচ্ছে সম্পর্ক নাকি পৌঁছে গিয়েছে তলানিতে। এখনও বিচ্ছেদের কথা না ভাবলেও সব কিছু নাকি আগের মতো নেই, শোনা যাচ্ছে এমনটাই। যদিও এই নিয়ে এখনও কোনও অফিসিয়াল মন্তব্য করতে দেখা যায়নি তাঁদের। আগামী দিনে কী হয়, সে উত্তর লুকিয়ে সময়ের হাতে।