দাম ৪৫ লাখ, ঐশ্বর্যের বিয়েতে পাওয়ার সবচেয়ে দামি উপহার কী জানেন?

বিয়েতে ঐশ্বর্যকে নানা উপহারে ভরিয়ে দিয়েছিল বচ্চন পরিবার। আর কথা হচ্ছে অভিষেক বচ্চনের বিয়ের। তবে যে উপহারটি সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল সকলকে, তা হল...

দাম ৪৫ লাখ, ঐশ্বর্যের বিয়েতে পাওয়ার সবচেয়ে দামি উপহার কী জানেন?

| Edited By: জয়িতা চন্দ্র

Jul 11, 2025 | 4:56 PM

ধুমধাম করে ছেলের বিয়ের আয়োজন করেছিলেন বচ্চনেরা। একমাত্র ছেলে বলে কথা, আবার পাত্রী যখন ঐশ্বর্য রাই বচ্চন তখন ধুমধাম হবে না তা কি করে হয়! বিয়েতে ঐশ্বর্যকে নানা উপহারে ভরিয়ে দিয়েছিল বচ্চন পরিবার। আর কথা হচ্ছে অভিষেক বচ্চনের বিয়ের। তবে যে উপহারটি সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল সকলকে, তা হল ঐশ্বর্যর গলার মঙ্গলসূত্রটি। হিরেখোচিত সেই মঙ্গলসূত্র তাঁদের ‘বহু’র জন্য উপহার হিসেবে দিয়েছিলেন জয়া-অমিতাভ। প্রশ্ন হল, সেই মঙ্গলসূত্রের দাম কত? শুনলে অবাক হয়ে যাবেন আপনিও।

শোনা যায়, ওই মঙ্গলসূত্রের দাম তখনকার সময়ে দাঁড়িয়ে নাকি ৪৫ লক্ষ টাকা। সে সময় পরিবারের সকলের সঙ্গে সকলের সম্পর্ক ভাল ছিল। তাই তো আদরের বৌমার জন্য এত দামি উপহারই দিয়েছিলেন বচ্চনেরা। বিয়ের বেশ কিছু বছর অবধি বিভিন্ন অনুষ্ঠানে ওই মঙ্গলসূত্র পরতে দেখা গিয়েছে ঐশ্বর্যকে। তবে শেষের কিছু বছর পর আর দেখা যায়নি। একবার ঐশ্বর্যর জানিয়েছিলেন সন্তান হওয়ার পর নিজেকে গয়না দিয়ে মুড়ে রাখার বিরোধী তিনি।

তবে নিয়মেরও হেরফের হয়। যখন অভিষেক ও ঐশ্বর্যর বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে ঠিক সেই সময়ই প্যারিস ফ্যাশন উইকে মেয়ে আরাধ্যাকে নিয়ে হাজির হয়েছিলেন রাইসুন্দরী। আর সেখানেই তাঁর গলায় দেখা গিয়েছিল রত্ন খোচিত মঙ্গলসূত্রটি। খানিক স্বস্তি পেয়েছিলেন ভক্তরাও। প্রিয় নায়িকার গলায় ওই হার দেখে তাঁরা ভেবেছিলেন সব ঠিকই আছে স্বামীর সঙ্গে। যদিও বিচ্ছেদের জল্পনায় ইতি টানতে বেশ কিছুটা সময় নিয়েছিলেন তাঁরাও। সম্প্রতি একমাথা সিঁদুর পরে রেড কার্পেটে হাজির হয়ে স্বস্তি ফেরান নায়িকা।