বিবাহ বিচ্ছেদের পর আবার সংসার, ভরতের দ্বিতীয় স্ত্রী তাঁর থেকে কত ছোট জানেন?

ভরতের জীবনে প্রেম এসেছে বহুবার। তিনি ভালবেসে বিয়ে করেছিলেন বাঙালি অভিনেত্রী অনুশ্রী দাসকে। ভরতের সেই বিয়ে ভেঙে যায় ২০০৩ সালে। তারপর থেকে একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন ভরত।

বিবাহ বিচ্ছেদের পর আবার সংসার, ভরতের দ্বিতীয় স্ত্রী তাঁর থেকে কত ছোট জানেন?

| Edited By: জয়িতা চন্দ্র

Jun 19, 2025 | 7:28 PM

নিজের জীবনকে খোলা পাতা হিসেবে বারবার তুলে ধরেছেন টালিগঞ্জের সিনিয়র অভিনেতা ভরত কল। কাশ্মীর থেকে অনেককাল আগেই তাঁর অবাঙালি পরিবার কলকাতায় চলে এসেছিল। কলকাতাই তারপর থেকে হয়ে ওঠে তাঁদের স্থায়ী ঠিকানা। সেই পরিবারের প্রতিভাবান এবং সুদর্শন পুত্র ভরত কল লেখাপড়া করতে-করতেই অভিনয় শুরু করেন বাংলা ছবিতে। সম্পূর্ণ অবাঙালি ভরত বাংলা ভাষাকে রপ্ত করেন সুন্দরভাবে। একটা সময় বাংলা বাণিজ্যিক ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন ভরত। মূলত খলনায়কের চরিত্রেই দেখা গিয়েছে তাঁকে। পরবর্তীতে নিয়মিত অভিনয় করছেন বাংলা ধারাবাহিকে।

ভরতের জীবনে প্রেম এসেছে বহুবার। তিনি ভালবেসে বিয়ে করেছিলেন বাঙালি অভিনেত্রী অনুশ্রী দাসকে। ভরতের সেই বিয়ে ভেঙে যায় ২০০৩ সালে। তারপর থেকে একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন ভরত। কিন্তু সেই ভালবাসাগুলো বিয়েতে পরিণত হয়নি একটাও। ২০১৫ সালে নিজের থেকে বয়সে অনেকটাই ছোট অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্য়ায়কে বিয়ে করেন ভরত। তাঁদের এক কন্যা সন্তানও আছে। জয়শ্রীর সঙ্গেই সুখে সংসার করছেন ভরত। তাঁকে জীবনের স্তম্ভ বলেন অভিনেতা। জয়শ্রীও কাশ্মীরি পণ্ডিত পরিবারটিকে নিজের করে নিয়েছেন। ভরতকে ক্যানসারজয়ী হতেও মানসিক শক্তি জুগিয়েছিলেন এই জয়শ্রীই। কিন্তু জয়শ্রীকে বিয়ে করে তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছিল ভরতকে। কেন জানেন? কারণ ছিল এই বয়সের ফারাক।

ভরত কলের চেয়ে জয়শ্রী অনেকটাই ছোট। তাঁদের মধ্যে রয়েছে ১৮ বছরের বয়সের ফারাক। ২০১৫ সাল থেকে নিয়মিতভাবে সোশ্যাল মিডিয়ায় ভরত ছবি শেয়ার করতেন জয়শ্রীর সঙ্গে। সেই সুখের দাম্পত্যের ছবিতে ধেয়ে আসত কটাক্ষের বাণ।