ছেলে দিত খাওয়ার খোঁটা, কঠিন সময় মান রাখতে কী করেছিলেন ববি?

মুম্বইয়ের নানা নামী হোটেলে ডাক পড়তে শুরু করে ববির। তিনি বেশ কিছু দিন ডিস্ক জকি হিসেবে কাজ করেছেন মুম্বইয়ের হোটেলে। একে তারকা, তায় ভাল ডিস্ক জকি। ববিকে নিয়ে তোলপাড় হয় সর্বত্র। রাত বাড়লেন ডিস্কে-ডিস্কে ডাক পড়ে তাঁর। কিন্তু সেই পেশায় এখন আর নেই ববি।

ছেলে দিত খাওয়ার খোঁটা, কঠিন সময় মান রাখতে কী করেছিলেন ববি?

| Edited By: জয়িতা চন্দ্র

Sep 24, 2025 | 7:08 PM

‘গুপ্ত’, ‘সোলজ়ার’-এর মতো ছবিতে একটা সময় অভিনয় করেছিলেন ধর্মেন্দ্রর ছোট ছেলে ববি দেওল। ৯০-এর শেষের দিকে আবির্ভূত হয়ে এই নায়ক হারিয়ে গেলেন চট করেই। তারপর পর্দা থেকে হারিয়ে গেলেন ববি। তাঁকে দেখা গেল না কোনও ছবিতেই। কী হয়েছিল অভিনেতার? ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছিলেন না ববি। বাড়িতেই থাকতেন সারাটাক্ষণ। নেশাও করেছিলেন হতাশায়।

রোজগার বন্ধ ছিল ববি দেওলের। টাকা রোজগার করতেন ববির স্ত্রী। তা দেখে একবার ববিকে অপমান করেছিলেন ববির পুত্র। বাবাকে গিয়ে ববি নাকি সটান বলেছিলেন, “তুমি বসে-বসে খাও। মা রোজগার করে আনে।” ছেলের মুখে এই কথা শুনে নাকি সহ্য করতে পারেননি ববি। টাকা রোজগারের চেষ্টায় ব্রতী হলেন। ততদিনে বলিউডের সকলে জেনে গিয়েছেন ববির এক গুণের কথা। তিনি অসম্ভব ভাল ডিস্ক জকি। গান পাঞ্চ করতে পারেন দারুণ ভাল।

মুম্বইয়ের নানা নামী হোটেলে ডাক পড়তে শুরু করে ববির। তিনি বেশ কিছু দিন ডিস্ক জকি হিসেবে কাজ করেছেন মুম্বইয়ের হোটেলে। একে তারকা, তায় ভাল ডিস্ক জকি। ববিকে নিয়ে তোলপাড় হয় সর্বত্র। রাত বাড়লেন ডিস্কে-ডিস্কে ডাক পড়ে তাঁর। কিন্তু সেই পেশায় এখন আর নেই ববি। ‘আশ্রম’, ‘অ্যানিম্যাল’-এর মতো ছবিতে তাঁর অভিনয় ভীষণ প্রশংসিত হয়েছে। তবে বর্তমানে চর্চায় রয়েছে আরিয়ান খান পরিচালিত সিরিজ দ্য ব্যাড অব বলিউড-এ ববি দেওলের অভিনয় নজর কেড়েছে সকলের। মাঝে বেশ কিছু বছর বলিউড থেকে একপ্রকার যেন হারিয়ে গিয়েছিলেন তিনি। তবে বর্তমানে ববি দেওয়ল আবারও রাজ করছেন সিনেপাড়ায়।