পকেটে নিয়ে ঘুরতেন কন্ডোম!১২ বছরে কী করেছিলেন রণবীর?
রণবীর সিং, বরাবরই তিনি প্রতিটা বিষয় নিয়ে বেশ ভোকাল। রাখঢাক নয়, খোলামেলা সমস্ত বিষয়ে আলোচনা করতে সাবলীল তিনি। অভিনেতা হিসেবে ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন। তবে পাত্র হিসেবে কেমন! সে প্রমাণও মিলেছে দীপিকার সঙ্গে বিয়ের পর।
রণবীর সিং, বরাবরই তিনি প্রতিটা বিষয় নিয়ে বেশ ভোকাল। রাখঢাক নয়, খোলামেলা সমস্ত বিষয়ে আলোচনা করতে সাবলীল তিনি। অভিনেতা হিসেবে ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন। তবে পাত্র হিসেবে কেমন! সে প্রমাণও মিলেছে দীপিকার সঙ্গে বিয়ের পর। তাঁরা দিব্য রয়েছেন একে অন্যের সঙ্গে।
কিন্তু কেরিয়ারের শুরুতে বা কৈশোরে রণবীর ছিলেন বেশ রঙিন। মেয়েদের প্রতি ছিলেন বেশ দুর্বল। তা তিনি নিজে মুখেই স্বীকার করে নিয়েছেন বারে বারে।এমন কি ছোট থেকেই যে তাঁরা মহিলাদের প্রতি ছিল অমোঘ টান, তার প্রমাণ স্বরূপ তিনি নিজেই এক সাক্ষাৎকারে বলে বসেছিলেন, যে তিনি মাত্র ১২ বছর বয়সেই প্রথম ভার্জিনিটি হারান। জীবনে প্রথম সঙ্গমে লিপ্ত হন বয়সে বড় এক মহিলার সঙ্গে।
মানতে অবাক লাগলেও এটাই বাস্তব। রণবীর সিং এখানেই থেমে থাকেননি, বারে বারে এই সম্পর্কের হাতছানিতে পা বাড়িয়েছেন। এমন কি নিজেই জানিয়েছিলেন তিনি সর্বদাই পকেটে তাঁর রাখা থাকত কন্ডোম। তবে সেই দিন এখন অতীত, দীপিকার সঙ্গে তিনি দিব্যি ভালো আছেন। বারে বারে তা প্রকাশ্যে জানিয়েছেন, এবং তাঁদের একসঙ্গে দেখা গেলে তার প্রমাণও মেলে বারে বারে। তবে অতীত প্রসঙ্গে তিনি মুখ খুলতে কখনই পিছু পা হন না। এখন ক্যাসানোভা তকমা উড়িয়ে তিনি সংসারে মন দিয়েছেন। দীপিকাকে ভালবেসে বিয়ে করার পর থেকেই নিজেকে গুঁটিয়ে নেন তিনি মহিলা মহল থেকে। যদিও তাঁর ভক্তের সংখ্যা বিন্দুমাত্র কমেনি তাঁতে। উল্টে দিন দিন তাঁর লুক ও স্মার্টনেসের দাপটে নেটদুনিয়ায় ঝড় ওঠে।