ছোট্টবেলায় চোরের চরিত্রে নজর কেড়ে হয়ে ওঠেন টলিপাড়ার রানিমা, জানেন তিনি কে?

অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। ছোট থেকেই অভিনয় জগতের সঙ্গে তাঁর গাঁটছড়া। বাবা অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সূত্রেই পরিচিতি ছিল অনেক। ছোট থেকেই তাঁর অনেকের নজরে পড়েছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। অনেকেই চাইতেন তাঁকে নিয়ে ছবি করতে। তবে খুব একটা কাজ করতেন না তিনি বাবার শাসনের জন্যই। একটা সময়ের পর শুরু হয় ধীরে ধীরে কাজ করা। […]

ছোট্টবেলায় চোরের চরিত্রে নজর কেড়ে হয়ে ওঠেন টলিপাড়ার রানিমা, জানেন তিনি কে?

| Edited By: জয়িতা চন্দ্র

May 31, 2025 | 3:49 PM

অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। ছোট থেকেই অভিনয় জগতের সঙ্গে তাঁর গাঁটছড়া। বাবা অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সূত্রেই পরিচিতি ছিল অনেক। ছোট থেকেই তাঁর অনেকের নজরে পড়েছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। অনেকেই চাইতেন তাঁকে নিয়ে ছবি করতে। তবে খুব একটা কাজ করতেন না তিনি বাবার শাসনের জন্যই।

একটা সময়ের পর শুরু হয় ধীরে ধীরে কাজ করা। ছোট ছোট চরিত্রে অভিনয় করতে শুরু করেন দিতিপ্রিয়া। জনপ্রিয় ‘মা’ ধারাবাহিকে তিনি চোরের ভূমিকায় অভিনয় করেছিলেন। এরপরই এক উল্টো চরিত্র আসে তাঁর হাতে। সোজা ‘দূর্গা’ ধারাবাহিকে ঠাকুর। এরপর ছোট বড় বেশ কয়েকটি কাজ, আর তারপরই কেরিয়ারে আসে রানি রাসমণির চরিত্র। যা তাঁর জীবনে এক মাইলেজ হয়ে রয়েগিয়েছে।

প্রাণ ঢেলে অভিনয় করে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেন তিনি। তারপর থেকেই যেন দিতিপ্রিয়া নামের বদলে রানিমা-ই তাঁর পরিচয় হয়ে যায়। যদিও দিতিপ্রিয়ার জন্য তা পরম পাওয়া। বর্তমানে একের পর এক বড় প্রজেক্ট তাঁর হাতে। বড়পর্দা থেকে শুরু করে ওটিটি, চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী। লেখাপড়ার সঙ্গে পাল্লা দিয়ে করেছেন অভিনয়।

একবার এক সাক্ষাৎকারে দিতিপ্রিয়া জানান, রানিমার চরিত্র থেকে এখন দর্শকেরা অনেকটাই তাঁকে আলাদা করতে পারছেন। দিতিপ্রিয়া নামেই চিনেছেন তাঁকে সকলে। সেটাই অনেক। বর্তমানে দিতিপ্রিয়া বেশ বাছাই করে কাজ করতে পছন্দ করেন। এখন ধারাবাহিকের সঙ্গে যুক্ত। জীতু কামালের বিপরীতে নজর কাড়ছেন তিনি সকলের।