কোনও নারীর সঙ্গে পরকীয়ায় জড়ায়নি রঞ্জিত মল্লিকের নাম, কেন জানেন?

‘মৌচাক’-এর মতো হাস্যরসে ভরপুর রোম্যান্টিক ছবিতেও কাজ করেন তিনি। একটা সময়ের পর ধারাবাহিকভাবে বাণিজ্যিক ছবিতে অভিনয় করেন রঞ্জিত মল্লিক। মুনমুন সেন থেকে শুরু করে মৌসুমী চট্টোপাধ্যায়, মহুয়া রায়চৌধুরী, সন্ধ্যা রায়… একের পর এক তৎকালীন সুন্দরী অভিনেত্রীর সঙ্গে জুটিতে পর্দায় রোম্যান্স করেছিলেন তিনি।

কোনও নারীর সঙ্গে পরকীয়ায় জড়ায়নি রঞ্জিত মল্লিকের নাম, কেন জানেন?

| Edited By: জয়িতা চন্দ্র

Nov 18, 2025 | 6:04 PM

ভবানীপুরের বিখ্যাত মল্লিকবাড়ির ছেলে তিনি। ডাক নাম ‘রঞ্জু’। এ হেন অভিনেতা রঞ্জিত মল্লিকের রুপোলি পর্দায় আগমন ঘটে প্যারালাল ছবির হাত ধরে। মৃণাল সেনের আবিষ্কার ছিলেন রঞ্জিত। ‘পদাতিক’ পরিচালক মৃণাল সেনের ‘ইন্টারভিউ’-এ ডেবিউয়ের পর ‘কলকাতা ৭১’-এ অভিনয় করেছিলেন তিনি। সত্যজিৎ রায়ের ছবিতেও কাজ করেছিলেন ‘শাখা প্রশাখা’-এ। ‘মৌচাক’-এর মতো হাস্যরসে ভরপুর রোম্যান্টিক ছবিতেও কাজ করেন তিনি। একটা সময়ের পর ধারাবাহিকভাবে বাণিজ্যিক ছবিতে অভিনয় করেন রঞ্জিত মল্লিক। মুনমুন সেন থেকে শুরু করে মৌসুমী চট্টোপাধ্যায়, মহুয়া রায়চৌধুরী, সন্ধ্যা রায়… একের পর এক তৎকালীন সুন্দরী অভিনেত্রীর সঙ্গে জুটিতে পর্দায় রোম্যান্স করেছিলেন তিনি। কিন্তু কোনওদিনও একবারের জন্যেও কোনও নায়িকা কিংবা অন্য় কোনও নারীর সঙ্গে ‘সম্পর্কের গুঞ্জন’-এ জড়িয়ে পড়েন পড়তে শোনা যায়নি অভিনেতা রঞ্জিত মল্লিককে। পরকীয়ার জল্পনায় কখনই জড়াতে দেখা যায়নি তাঁকে।

কোন মন্ত্র বলে একটাও প্রেমের গুজব রটল না রঞ্জিত মল্লিককে কেন্দ্র করে? রঞ্জিত আজও ইন্ডাস্ট্রির ‘গুড বয়’ হয়ে যেতে পেরেছেন। কীভাবে? এই প্রশ্নের উত্তরে TV9 বাংলাকে রঞ্জিত মল্লিক একবার বলেছিলেন, “আমি চিরকালই মহিলাদের একটু অন্য চোখে দেখে এসেছি। তাঁদের আমি চিরকালই খুব শ্রদ্ধা করি। মাসিমা-জেঠিমাদের জীবন তো দেখেছি। সেই জন্যই হয়তো কোনও নায়িকার সঙ্গে পেশাদার সম্পর্কের বাইরে বেরিয়ে অন্য ধরনের মাখোমাখো সম্পর্ক তৈরি হয়নি।”

এখানেই শেষ নয়, কেরিয়ারে গসিপ প্রসঙ্গে তিনি আরও বলেছিলেন, “আমি যাঁদের সঙ্গে কাজ করেছি, সেটা মুনমুন সেন হোক, মহুয়া রায়চৌধুরী, মৌসুমী চট্টোপাধ্যায় কিংবা মিঠু মুখোপাধ্যায় হোক, সবাই আমার খুব ভাল বন্ধু ছিলেন। অভিনেত্রী সুমিত্রা মুখোপাধ্যায় আমাকে ‘বন্ধু’ নামেই ডাকতেন…”। কথা বলার সময় ফেলে আসা ‘স্বর্ণালি’ সময়ে ফিরে গিয়েছিলেন রঞ্জিত মল্লিক।