‘সলমনের সঙ্গে মাসের পর মাস কথাই হয় না’, বাবার সঙ্গে কেমন সম্পর্ক ভাইজানের?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 05, 2025 | 1:20 PM

সলমনের নতুন ছবি সিকন্দর-এর ট্রেলার লঞ্চেও উপস্থিত ছিলেন সেলিম। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সেলিম খান জানিয়েছেন, তাঁদের মধ্যে কখনও-কখনও মাসের পর মাস কথাই নাকি হয় না।

সলমনের সঙ্গে মাসের পর মাস কথাই হয় না, বাবার সঙ্গে কেমন সম্পর্ক ভাইজানের?

Follow Us

বলিউডের বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান ও সলমন খানের মধ্যে সম্পর্ক কেমন? তা সিনেপাড়ার অনুরাগীরা বেশ ভালই জানে। তাঁকে মাঝে মধ্যেই সলমনের ছবির শুটিং, ট্রেলার লঞ্চসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়। সম্প্রতি, তিনি সলমনের নতুন ছবি সিকন্দর-এর ট্রেলার লঞ্চেও উপস্থিত ছিলেন সেলিম। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সেলিম খান জানিয়েছেন, তাঁদের মধ্যে কখনও-কখনও মাসের পর মাস কথাই নাকি হয় না।

সেলিম খান বলেন, “এটা সত্যি। যদি ও এমন কিছু করে, যা আমি পছন্দ করি না, বা যদি আমি মনে করি ভুল কিছু করেছে, তবে আমি কথা বলি না। তখন যদি আমি ঘরের জানালার কাছে বসে থাকি, ও খুব সতর্কভাবে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং আমাকে না জানিয়েই চলে যায়। পরে এসে আমাকে বলে, ‘সরি, আমি যা করেছি সেটা ঠিক ছিল না।’”

তিনি আরও বলেন, “এটা লক্ষ্য করেছি যে, যখন একজন মানুষ জীবনে সফল হয়, তখন সে নিজের মানবিক উন্নতির দিকে মনোযোগ দেয় না। যেমন, যদি একজন ক্রিকেটার সাফল্য অর্জন করে, সে কেবল নিজের খেলা নিয়ে ভাবতে থাকে, আর কিছু নয়।” সেলিম খান তাঁর সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথাই বলেছেন। যেখানে তাঁদের মধ্যে বিশ্বাস এবং সম্মান থাকবে। তিনি সলমনের ক্ষেত্রেও সেই নীতিই মেনে চলেন।