Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জয়া কার সঙ্গে শ্যুটিং করলে চিন্তায় থাকতেন অমিতাভ! নিজে জানালেন নাম

সিনেমহলের অন্দরের শোনা যায়, 'জঞ্জির' ছবিতে অমিতাভ ছিলেন বলেই অভিনয় করতে রাজি হয়েছিলেন জয়া। এরপরে অবশ্য অমিতাভ 'অ্যাংরি ইয়াং ম্যান' হিসেবে জায়গা করে নেনে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তাঁদের অভিনীত ছবি 'অভিমান' দর্শকদের মনে আজও উজ্জ্বল।

জয়া কার সঙ্গে শ্যুটিং করলে চিন্তায় থাকতেন অমিতাভ! নিজে জানালেন নাম
Follow Us:
| Edited By: | Updated on: Apr 13, 2025 | 7:48 PM

অভিনেত্রী জয়া বচ্চন মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল তারকা। সুপারস্টার লিভিং লেজেন্ড অমিতাভ বচ্চনের স্ত্রী তিনি। তবে তাঁদের প্রেম কাহিনিও শুরু হয়েছিল মুম্বইয়ের সিনে মহলের অন্দরেই। জয়া যখন অমিতাভ বচ্চনের প্রেমে পড়েন, তখন জয়া একের পর এক হিট ছবি করে নামকরা অভিনেত্রী। তখনও অমিতাভ বচ্চনের অভিনয়ের দৌড় সেইভাবে শুরুই হয়নি।

সিনেমহলের অন্দরের শোনা যায়, ‘জঞ্জির’ ছবিতে অমিতাভ ছিলেন বলেই অভিনয় করতে রাজি হয়েছিলেন জয়া। এরপরে অবশ্য অমিতাভ ‘অ্যাংরি ইয়াং ম্যান’ হিসেবে জায়গা করে নেনে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তাঁদের অভিনীত ছবি ‘অভিমান’ দর্শকদের মনে আজও উজ্জ্বল। দর্শক নিজের জীবনের সঙ্গে এই গল্পের মিল খুঁজে পায়। তবে এই দম্পতিকে নিয়ে নানা গসিপ খবরে এলেও এই দম্পতির মধ্যে কোনও সমস্যাই জায়গা করতে পারেনি।

সম্প্রতি অমিতাভ বচ্চনের একটি বহুল প্রচলিত টিভি শোয়ে এসে আমির খান বিগ বি-কে প্রশ্ন করেন, জয়াজি এত সুন্দর সুন্দর পুরুষ অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। অমিতাভ বচ্চনের কোনও নায়ককে দেখে ঈর্ষা হতো? চিন্তিত থাকতেন। এই প্রশ্নের উত্তরে অমিতাভ বচ্চন হেসে জানান, কোনওদিন তিনি চিন্তিত হতেন না। কারণ সম্পর্কের প্রথমদিনেই জয়া অমিতাভকে জানিয়ে দিয়েছিলেন, তিনি ধর্মেন্দ্রর গুণমুগ্ধ দর্শক। জয়ার মতে, ধর্মেন্দ্রর মতো সুপুরুষ হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেই। তাই এসব নিয়ে কিছুই ভাবার অবকাশ ছিল না। তিনি আরও যোগ করেন, এই বিষয় নিয়েই ‘গুড্ডি’ ছবি তৈরি হয়েছিল। এছাড়াও বহু অভিনেতাদের পছন্দ করতেন জয়া, যেমন সঞ্জীব কুমার। এই প্রসঙ্গ ধরেই আমির জানালেন, তাঁর বাবা একটি ছবি করেছিলেন সঞ্জীব কুমার ও জয়াকে নিয়ে, ছবির নাম ‘অনামিকা’।