
ছোট থেকেই বলিউডের প্রতি টান ছিল কিয়ারা আডবাণীর। অধিকাংশ গানই ছিল তাঁর মুখস্থ। পছন্দের ছবির সংলাপও বলতেন অনর্গল। কিয়ারার কথায় ‘কাভি খুশি কাভি গম’ ছবির সংলাপ তিনি পর পর মুখস্থ বলতে পারতেন। পরিবার ছিল পাশে, ফলে একটা বয়সের পর স্বপ্নের পথে পা বাড়াতে দুবার ভাবেননি তিনি। তবে জানেন কি, তাঁর আসল নাম কিয়ারা নয়। তাঁর আসল নাম ছিল আলিয়া আডবাণী। তবে কীভাবে এই কিয়ারা নাম তিনি পেলেন? কে-ই বা তাঁকে এই উপদেশ দিল?
কিয়ারা নামটি নিজেই পছন্দ করেছিলেন অভিনেত্রী। প্রিয়াঙ্কা চোপড়ার ‘আনজানা আনজানি’ ছবিটি খুব পছন্দের ছিল তাঁর। সেই ছবিতে প্রিয়াঙ্কার নাম ছিল কিয়ারা। সেই কারণেই তিনি নিজের নাম বদল করে রেখেছিলেন কিয়ারা আডবাণী। প্রিয়াঙ্কা অভিনীত সেই ছবি দেখার পর কিয়ারা ভেবেছিলেন এই কিয়ারা নামটি তাঁর যদি মেয়ে হয়, তবে তার নাম দেবেন। তবে তেমনটা ঘটেনি। তার আগেই সলমনের উপদেশে তাঁকে নিজেরই নাম পরিবর্তন করতে হয়। তখনই তিনি এই নামটি নিজের জন্য পছন্দ করে নিয়েছিলেন।
এত গেল নাম প্রসঙ্গ। জানেন কি, বলিউডে আসার আগে কিয়ারা মায়ের সঙ্গে এক চুক্তি করেছিলেন। অভিনয় নিয়ে পরিবার থেকে ছিল না কোনও আপত্তি। তবে মায়ের ছিল একটি শর্ত। কিয়ারা লেখাপড়া ছাড়তে পারবেন না। তাই কলেজ শেষ করেই কেরিয়ারে মন দিয়েছিলেন কিয়ারা। প্রাথমিকভাবে তাঁর বাবা এই বিষয় আপত্তি করলেও কিয়ারা একটা বিষয় স্পষ্ট করে দিয়েছিলেন, তিনি মন থেকে অভিনয় করতে চান। থ্রি ইডিয়টস দেখিয়ে বাবাকে তিনি রাজিও করিয়েছিলেন। তরপরই সিলভার স্ক্রিনে কাজের সুযোগ। প্রতিটা ক্ষেত্রেই নিজেকে প্রমাণ করার চেষ্টা করে গিয়েছেন কিয়ারা।