বলিউডের এই নায়িকার বাবা ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত পাইলট ছিলেন, কে সেই হিরোইন

লারা সঙ্গে এও জানান যে, কীভাবে তিনি নিজেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর চরিত্রের সঙ্গে এতটা একাত্ম হতে পেরেছেন। সাক্ষাৎকারের মাঝে তিনি বলেন, তাঁর বাবা উইং কমান্ডার এল. কে. দত্ত. ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত পাইলট ছিলেন।

বলিউডের এই নায়িকার বাবা ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত পাইলট ছিলেন, কে সেই হিরোইন

| Edited By: জয়িতা চন্দ্র

Jun 02, 2025 | 8:36 PM

সদ্য বাবাকে হারালেন বলিউড অভিনেত্রী লারা দত্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। কিছুদিন আগেই বাবার জন্মদিনে আবেগঘন পোস্ট করেছিলেন লারা। ১২ মে। তবে কিছুদিন যেতে না যেতেই শোকের ছায়া নেমে এল পরিবারে। তবে জানেন কি, লারা দত্তের বাবা পেশায় কে ছিলেন? অনেকেরই তা অজানা।

লারা দত্ত, বহু চর্চিত ‘বেল বটম’ ছবিতে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন। তাঁর অভিনয়কে ঘিরে তখন থেকেই দর্শকদের মধ্যে উৎসাহ তুঙ্গে। বহুদিন পর বড়পর্দায় কামব্যাকই কি এর একমাত্র কারণ? জল্পনাকে অভিনেত্রী নিজেই উস্কে দিয়েছিলেন। জানিয়েছিলেন, তাঁর বাবা ব্যক্তিগত পাইলট ছিলেন। সেই কারণেই ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করার সময় তিনি বেশ কিছুটা সহজ বোধ করছিলেন।

প্রাথমিকভাবে, ‘বেল বটম’এর ট্রেলার দেখে ইন্দিরা গান্ধীর চরিত্রে যে লারা দত্ত অভিনয় করছেন, তা অনেকেই নাকি বুঝতে পারেননি। পরে জানা যায়, প্রস্থেটিক্সের আড়ালে লারা দত্তই ওই চরিত্রে রয়েছেন। পিঙ্কভিলা-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে, প্রতিদিন প্রায় ৩ ঘণ্টা সময় লাগত তাঁর এই মেকআপ করতে এবং শুটের পরও এক ঘণ্টা লাগত, সেই মেকআপ তুলে ফেলতে।

লারা সঙ্গে এও জানান যে, কীভাবে তিনি নিজেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর চরিত্রের সঙ্গে এতটা একাত্ম হতে পেরেছেন। সাক্ষাৎকারের মাঝে তিনি বলেন, তাঁর বাবা উইং কমান্ডার এল. কে. দত্ত. ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত পাইলট ছিলেন। লারা ছোটবেলা থেকেই ইন্দিরা গান্ধীর নানান গল্প শুনে আসছেন। সেই কারণেই কোথাও গিয়ে এই চরিত্রে অভিনয় করার সময় একটা টান অনুভব করেছিলেন।