একটা কথা না হলেই গভীর চুম্বনে ডুব! কেন এমনটা করেন মল্লিকা?

বরাবরই স্পষ্টবাদী মল্লিকা শেরাওয়াত নিজের ওজন বুঝেই কাজ করতেন। এক সাক্ষাৎকারে আক্ষেপের সুরে জানিয়েছিলেন অধিকাংশ অভিনেতারাই নাকি আশা করতেন, তাঁরা সেটে ঢুকলে মল্লিকাকে উঠে দাঁড়াতে হবে।

একটা কথা না হলেই গভীর চুম্বনে ডুব! কেন এমনটা করেন মল্লিকা?

| Edited By: জয়িতা চন্দ্র

May 16, 2025 | 4:46 PM

বলিউডের অন্যতম বোল্ড অভিনেত্রীর নাম মল্লিকা শেরাওয়াত। অভিনয়ের স্বার্থে সাহসী দৃশ্যে অভিনয় করতে কোনওদিন পিছপা হননি তিনি। বলিউডের একাংশের মত, তাঁর মতো সাহসী হওয়ার ক্ষমতা অনেকেরই নেই। তবে এমন অনেক পরিস্থিতির মুখোমুখি মল্লিকা হয়েছেন, যেখানে প্রযোজক ও পরিচালকরা তাঁকে কুপ্রস্তাব দিয়েছেন। যদিও অপ্রয়োজনে সাহসী হওয়ার প্রস্তাবকে কোনওদিনই আমল দেননি অভিনেত্রী। বরাবরই স্পষ্টবাদী মল্লিকা শেরাওয়াত নিজের ওজন বুঝেই কাজ করতেন। এক সাক্ষাৎকারে আক্ষেপের সুরে জানিয়েছিলেন অধিকাংশ অভিনেতারাই নাকি আশা করতেন, তাঁরা সেটে ঢুকলে মল্লিকাকে উঠে দাঁড়াতে হবে।

এখানেই শেষ নয়, পাশাপাশি তিনি এও জানিয়েছিলেন, অনেকেই এমনও ভাবতেন যে তাঁকে উঠে দাঁড়িয়ে শুপ্রভাত বলতে হবে, প্রণাম জানাতে হবে, তিনি মোটেও এমনটা করতে না। যাঁর প্রতি তাঁর নিজের মন থেকে এই ইচ্ছে হতো, তাঁর প্রতি তিনি এই সম্মান দেখাতেন। তবে ‘মাডার’ স্টার ইমরান হাসমির সঙ্গে কী এমন ঘটেছিল মল্লিকার, যে কারণে মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায় তাঁদের? ইমরান হাসমি ও মল্লিকার চর্চিত চুমুর দৃশ্য আজও টিনেজারদের কাছে বেশ উত্তেজনার। কিন্তু জানেন কি, কোনও সম্পর্ক না থাকা সত্তেও, কথা বন্ধ থাকার পরও পর্দায় এই রসায়ন দেখানো সম্ভব!

ঠিকই পড়েছেন, মল্লিকার সঙ্গে ইমরান হাসমির কোনওদিন কথাই হয়নি। এক সাক্ষাৎকারে মল্লিকা বলেন, “আজ মনে পড়লে বাচ্চা-বাচ্চা মনে হয়। কেন কথা বলিনি জানি না। ও কিন্তু খুব ভাল বন্ধু।”এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “কেন কথা বলিনি তাও মনে পড়ে না। কিন্তু ছবি করার সময়ও কথা বলতাম না, ছবি করার পরেও কথা বলতাম না। আজ আক্ষেপ হয়।” কেরিয়ারে মল্লিকা যদি সব থেকে বেশি জনপ্রিয় কোনও অভিনেতার বিপরীতে হয়ে থাকেন তবে তা ইমরান হাসমি। তবে এই জুটিকে আজও দর্শক পর্দায় চাইলেও, কতটা সম্ভবপর তা বলা বেশ কঠিন।