Shahrukh Khan: নিউ ইয়র্কে ক্যাবে চেপে পালিয়ে বিয়ে করতে গিয়েছিলেন শাহরুখ খান এবং কাজল

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 03, 2023 | 12:54 PM

Kajol: কেবল উঠতি বয়সের ছেলেমেয়েরা নয়, প্রাপ্তবয়স্কদেরও ধারণা ছিল পর্দার প্রেম পর্দায় সীমাবদ্ধ নেই আর। পর্দার পেরিয়ে চলে এসেছে বাস্তবের মাটিতেও। যদিও সেই ভ্রান্তি মেটাননি কিং-কাজল কেউই। কেবল কাজলের বিয়ের পর থমকে গিয়েছিল তাঁদের জুটি বেঁধে কাজের সুযোগ। অনেক বছর পর ফের একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের।

Shahrukh Khan: নিউ ইয়র্কে ক্যাবে চেপে পালিয়ে বিয়ে করতে গিয়েছিলেন শাহরুখ খান এবং কাজল
শাহরুখ খান এবং কাজল।

Follow Us

বাংলায় উত্তম-সুচিত্রা হলে বলিউডে নিঃসন্দেহে শাহরুখ-কাজল। হিন্দি ছবির ঘরানা এই জুটিকে কোনওদিনও ভুলতে পারবে না। তাঁরা পর্দায় এলেই আগুন ধরে যেত। সেই ‘বাজ়িগর’-এর সময় থেকে ঘটেছে তেমনটাই। শেষ হয়েছে ‘দিলওয়ালে’তে এসে। এক লহমার জন্যেও থমকে থাকেনি তাঁদের জুটির জৌলুস। বিচ্ছুরিত হয়েছে দূর-দূরান্তে। লাখ-লাখ অনুরাগীর প্রাণে। একটা যুগের প্রতিনিধিত্ব করেছিল কিং-কাজলের জুটি। প্রেম বলতে কাকে বলে, রোম্যান্টিক জুটির কেমন হওয়া উচিত, তা বলে দিতেন শাহরুখ-কাজল। ৯০-এর দশকের টিনএজার ধরেই নিয়েছিল বাস্তবজীবনেও তাঁরা দু’জন দু’জনের প্রেমিক। কেবল উঠতি বয়সের ছেলেমেয়েরা নয়, প্রাপ্তবয়স্কদেরও ধারণা ছিল পর্দার প্রেম পর্দায় সীমাবদ্ধ নেই আর। পর্দার পেরিয়ে চলে এসেছে বাস্তবের মাটিতেও। যদিও সেই ভ্রান্তি মেটাননি কিং-কাজল কেউই। কেবল কাজলের বিয়ের পর থমকে গিয়েছিল তাঁদের জুটি বেঁধে কাজের সুযোগ। অনেক বছর পর ফের একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের।

এক পুরনো ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সম্প্রতি। তাতে দেখা যাচ্ছে, ক্যাবে উঠেছেন কাজল এবং শাহরুখ। তাঁদের দেখা মাত্রই ক্যাবের চালক ইমরান ধরেই নিয়েছেন, যে তাঁরা বাস্তবেও বিবাহিত। বলেছিলেন, “আপনাদের দেখে বিবাহিত বলে মনে হচ্ছে।” এই কথা শুনে সদা রসিক শাহরুখ বলেছিলেন, “তাঁরা বিবাহিত নন, কিন্তু পালিয়ে বিয়ে করতে যাচ্ছেন।”

এই ঘটনাটি ঘটে ২০১০ সালে, যখন কিং খান এবং কাজল গিয়েছিলেন নিউ ইয়র্কে। সেখানে ছিল করণ জোহর পরিচালিত ছবি ‘মাই নেম ইজ় খান’-এর শুটিং। সেই সময়ই একটি ক্যাবে উঠতে গিয়ে এমন ঘটনা ঘটেছিল শাহরুখ-কাজলের সঙ্গে।

Next Article