কেন হাতে সবসময় এই ব্রেসলেট পরে থাকেন সলমন? এর গুণ জানলে অবাক হবেন
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Oct 18, 2024 | 4:48 PM
Salman Khan: সলমন ভক্তরা সকলেই জানেন, এই ব্রেসলেট তাঁর কত প্রিয়। তবে কেন তিনি এটা পরে থাকেন? একবার এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করায় উত্তর দিয়েছিলেন সলমন খান।
1 / 8
সলমন খানের স্টাইল স্টেটমেন্ট মানেই তাঁর হাতে থাকা ব্রেসলেট। ওই ডিজাইনের ব্রেসলেট বর্তমানে শাহরুখ ভক্তদের হাতে-হাতে ভাইরাল। বাস্তব জীবনে তিনি মোটেও সেই ব্রেসলেট হাতছাড়া করতে চান না।
2 / 8
ছবিতেও বিভিন্ন চরিত্রে তাঁকে সেই ব্রেসলেট পরে থাকতে দেখা যায়। আবার কখনও কখনও ছবির স্বার্থে সলমন খান তা হাত থেকে খুলতে রাজি হলেও কাছ ছাড়া করেন না।
3 / 8
কেন এই ব্রেসলেট পরে থাকেন সলমন খান? কী এই ব্রেসলেট? কেন সলমন তা কাছ ছাড়া করতে চান না? চলুন জেনে নেওয়া যাক এই ব্রেসলেটের বিশেষ গুন।
4 / 8
সলমন ভক্তরা সকলেই জানেন, এই ব্রেসলেট তাঁর কত প্রিয়। তবে কেন তিনি এটা পরে থাকেন? একবার এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করায় উত্তর দিয়েছিলেন সলমন খান।
5 / 8
তবে ছোটবেলায় তিনি মোটেও পরতে চাইতেন না সেই ব্রেসলেট। তবে তিনি জানান, বলিউডে পা রাখার পর তাঁর বাবা তাঁকে একই রকম দেখতে এই ব্রেসলেটটা উপহারে দিয়েছিলেন। তবে থেকেই সলমন সেই ব্রেসলেটটা পরে রয়েছেন।
6 / 8
তবে ছোটবেলায় তিনি মোটেও পরতে চাইতেন না সেই ব্রেসলেট। তবে তিনি জানান, বলিউডে পা রাখার পর তাঁর বাবা তাঁকে একই রকম দেখতে এই ব্রেসলেটটা উপহারে দিয়েছিলেন। তবে থেকেই সলমন সেই ব্রেসলেটটা পরে রয়েছেন।
7 / 8
এখানেই শেষ নয়, এর বিশেষত্ব নিয়েও সেদিন মুখ খুলেছিলেন সলমন খান। তিনি বলেছিলেন, আমার ব্রেসলেটের মধ্যে এই যে পাথরটা দেখছেন, একে ফিরোজা বলে। এ রকম পাথরের দুটি ধরন রয়েছে। ফিরোজা পাথরের অর্থ নীলকান্তমণি।
8 / 8
সলমনের বিশ্বাস, ‘‘সমস্ত নেতিবাচক মনোভাব বুঝে নেয় ফিরোজা। অশুভ কিছুর মুখোমুখি হলে তা বুঝতে পারে ফিরোজা।’’