
২০২৫ সালের ১২ জুন, আচমকাই প্রয়াত হন শিল্পপতি সঞ্জয় কাপুর। তাঁর মৃত্যুর পরই প্রকাশ্যে আসে পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের খবর। প্রায় ৩০,০০০ কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকার নিয়ে বিবাদ শুরু হয় তাঁর তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব, মা রানি কাপুর এবং প্রথম পক্ষের সন্তান সামায়রা ও কিয়ান (করিশ্মা কাপুরের সন্তান)–এই তিন পক্ষের মধ্যে।
এই প্রেক্ষিতে আবার আলোচনায় উঠে এসেছে করিশ্মা কাপুরের সঙ্গে সঞ্জয়ের বিয়ের প্রসঙ্গ। পরিচালক সুনীল দর্শন সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বলেন, “করিশ্মার সঞ্জয়ের সঙ্গে বিয়ে ছিল “হঠাৎ নেওয়া” সিদ্ধান্ত।” তিনি বলেন, “বিয়ের আগে কখনও একসঙ্গে জুটি হিসেবে দেখা যায়নি তাঁদের। এটা যেন ভাগ্যের খেলা ছিল।”
তবে জানেন কি, সঞ্জয়ের সঙ্গে বিয়ের আগে করিশ্মা কাপুরের অভিষেক বচ্চনের সঙ্গে বাগদান হয়ে গিয়েছিল। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার কিছুদিন পরেই তিনি সঞ্জয়কে বিয়ে করেন। এক পুরনো সাক্ষাৎকারে করিশ্মা এই বিষয় বলেছিলেন, “আমার মা ও সঞ্জয়ের মা দীর্ঘদিনের বন্ধু। আমরা একে-অন্যের বাড়িতে বড় হয়েছি। আমাদের বিয়েটা এক সুন্দর সম্পর্কের শুরু ছিল।” তিনি আরও বলেন, “আমি সবসময় মনের কথা শুনে সিদ্ধান্ত নিই। আমার মনে হয়েছিল, সঞ্জয়ই আমার জন্য ঠিক মানুষ।” তবে একটা সময় এও শোনা গিয়েছিল তাঁদের মধ্যে বিবাদ এতটাই বেড়ে গিয়েছিল যে এক সঙ্গে ঘর করতে মোটেও রাজি ছিলেন না তাঁরা। বৌভাতের রাত থেকেই পাল্টে যায় তাঁদের সেই সুন্দর সংসারের সংজ্ঞা।
আজ যদিও সেই সম্পর্ক অতীত, তবে সঞ্জয়ের মৃত্যু এবং সম্পত্তি বিতর্কের প্রেক্ষিতে আবার করিশ্মা কাপুরের জীবনের সেই শেষ হয়ে যাওয়া আলোচনায় উঠে এসেছে।