‘আমি পারি না’, হলিউডে ‘না’ শাহরুখের, কারণ জানলে চমকে উঠবেন

শাহরুখ খান বর্তমানে বলিউডের অন্যতম বক্সঅফিস হিট সুপারস্টার। একের পর এক ফ্লপের ধাক্কা পেরিয়ে যেভাবে তিনি কামব্যক করেছেন, তা রীতিমত চমকে দিয়েছিল সকলকে। পাঠান থেকে জাওয়ান, বারবার দর্শক মহলে প্রশংসিত। এবার কিং-এর অপেক্ষায় দেশ।

আমি পারি না, হলিউডে না শাহরুখের, কারণ জানলে চমকে উঠবেন

| Edited By: জয়িতা চন্দ্র

Oct 30, 2025 | 3:51 PM

শাহরুখ খান। গোটা বিশ্ব যাঁকে এক ডাকে চেনে, ৬০ দরজায় এসেও যিনি ১২০০ কোটির ব্যবসা দিয়ে থাকেন, সেই কিং খান নিজেকে নিয়ে এ কী বললেন? তিনি পারেন না এমনটাও কি হতে পারে? অবিশ্বাস্যকর হলেও এটাই সত্যি, কারণ শাহরুখ খান নিজেই এমনটা বলেছিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তিনি কেন হলিউডের ছবির প্রস্তাব গ্রহণ করেন না।

অনেকেই হয়তো মনে করেন শাহরুখ খানের কাছে প্রস্তাব ছিল না, কিংবা অনেকে মনে করেন, তিনি ভারতের অভিনেতা হিসেবে হিন্দি ছবির হাত ছাড়তে চাননি। তবে বাস্তব ছবিটা এমন মোটেও নয়। কারণ একটাই, শাহরুখ খান নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি করতে চান না, এমনটা মোটেও সত্যি নয়…।

হলিউডে কাজ করা নিয়ে একবার খোদ শাহরুখ খান জানিয়ে ছিলেন, তিনি ট্রাভোল্টার থেকে ভাল নাচ করতে পারেন না। টম ক্রজ়ের থেকে বেশি সুন্দর দেখতে তাঁকে নয় এরপরই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, আমি সরে আছি এই জন্য নয় যে, আমি চাই না, আমি সরে আছি কারণ আমি পারি না। শাহরুখ খান বরাবরই হাসি মুখে অনেক শক্ত কথা সহজভাবে বলে থাকেন।

তিনি আরও বলেছিলেন, এই ধরনের প্রজেক্টের জন্য অনেক বেশি প্রস্তুতি লাগে। ছয় থেকে আট মাসের একটা দীর্ঘ প্রস্তুতি। শাহরুখকে তারই মাঝে আরও অনেক কমিটমেন্ট রাখতে হয়।

শাহরুখ খান বর্তমানে বলিউডের অন্যতম বক্সঅফিস হিট সুপারস্টার। একের পর এক ফ্লপের ধাক্কা পেরিয়ে যেভাবে তিনি কামব্যক করেছেন, তা রীতিমত চমকে দিয়েছিল সকলকে। পাঠান থেকে জাওয়ান, বারবার দর্শক মহলে প্রশংসিত। এবার কিং-এর অপেক্ষায় দেশ।