
গৌরী খান ও শাহরুখ খান, দীর্ঘদিনের সম্পর্ক, সংসার করছেন চুটিয়ে। বলিউডের পাওয়ার কপিল বললে তাঁদের খুব ভুল হবে না। সেই শাহরুখের সঙ্গে গৌরী এমন কাজ করতে পারলেন? সত্যি কি তাঁদের মধ্যে সম্পর্কের সমীকরণ একটা সময় ঠিক ছিল না? আবার কখনও কানে আসে তাঁদের মধ্যে নাকি তেমন তাল মিল আর নেই। তবে পুরোটাই রটনা বা পুরোটাই ঘটনা, কোনও উপসংহারেই রাতারাতি পৌঁছানো সম্ভব নয়।কারণ তাঁদের সম্পর্ক কখনও দেখে মনে হয় রূপকথার গল্প আবার কখনও প্রকাশ্যে তাঁদের আচরণে প্রমাণ করে তাঁরা ভাল নেই। তেমনই এক সাক্ষাৎকারে শাহরুখ খান বিতর্ক উস্কে দিয়েছিলেন তাঁদের সম্পর্ক ঘিরে।
শাহরুখ খানকে প্রশ্ন করা হয়েছিল তাঁকে কখনও কিছু উপহার দিয়েছেন কিনা। উত্তরে তিনি বলেছিলেন ‘না’, গৌরী তাঁকে তেমনভাবে কখনও কিছু দেয়নি। বরং কথা প্রসঙ্গে উঠে আসে এক অন্য গল্প। শাহরুখ খান একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর কাছে পরার মতো পোশাক সেভাবে ছিল না। তিনি গৌরী খানকে একটি পোশাক কিনতে দিয়েছিলেন। তার সাইজ পরিবর্তন করার ছিল। তবে সেই জামা তিনি আর হাতে পাননি। পরে শাহরুখের এক বন্ধু তাঁকে কী জানিয়েছিলেন জানেন?
শাহরুখকে মিথ্যে বলতে রাজি ছিলেন না সেই বন্ধু, তাই সত্যিটা জানিয়ে তিনি বলেন, “গৌরী খান গিয়েছিলেন দোকানে শার্টটি পাল্টাতে, এটা সত্যি। তবে তার বদলে তিনি শাহরুখের জন্য অন্য কোনও পোশাক কেনেননি। বরং নিজের জন্য একটি হাত ব্যাগ কিনে নিয়েছিলেন। আর বলেছিলেন ‘এই মুহূর্তে তো সে হাসপাতালে রয়েছে। তবে কেন পোশাক প্রয়োজন। তার থেকে ব্যাগটা আমার দরকারি, আমি এটা নিলাম এটা আমার কাজে লাগবে।'”
যদিও এই ঘটনা মজার সঙ্গেই অনুরাগীদের বলেছিলেন একবার শাহরুখ। গৌরীর বিরুদ্ধে কোনও কুমন্তব্য করতেই তিনি রাজি নন। বরং শাহরুখ খান বারবার বলেছিলেন, গৌরী বলেই তাঁর সঙ্গে সংসার করতে পেরেছেন। গৌরী সন্তানদের পিছনে যে সময়টা দিয়েছিলেন, সেই সময়টা তাঁর পক্ষে দেওয়া সম্ভবপর ছিল না।