‘শাকিব খানের প্রেমে পড়েছি’, কে এমন বললেন?

প্রথমে ঠিক ছিল একটা অংশের শুটিং করার পর বিরতি নিয়ে চেহারায় পরিবর্তন আনবেন শাকিব। তারপর শুটিং করবেন অন‍্য লুকে। কিন্তু শুটিং শিডিউলে কিছু পরিবর্তন আসে। সময় কম পড়ে।

‘শাকিব খানের প্রেমে পড়েছি’, কে এমন বললেন?

| Edited By: জয়িতা চন্দ্র

Apr 04, 2025 | 1:42 PM

শাকিব খানের সঙ্গে ‘তুফান’ ছবিতে কাজ করেছেন পরিচালক রায়হান রাফি। সামনেও এই পরিচালক-নায়ক জুটি বাঁধছেন। রাফির কাছেই জানতে চাওয়া হয়েছিল শাকিব সম্পর্কে। তিনি খোলসা করেছেন, ‘শাকিব খানের প্রেমে পড়ে গিয়েছি। একটা কাজ করার জন‍্য শাকিব খান এত পরিশ্রম করতে পারেন, যা অনেকের কল্পনার বাইরে। ‘তুফান’ ছবির সময়ে ভোর ছ’টা থেকে রাত দশটা পর্যন্ত শুটিং চলেছে। তারপর আমি ঘুমোতে গিয়েছি। কিন্তু শাকিব খান জিমে গিয়েছেন। তারপর অল্প ঘুমিয়ে আবার শুটিং করেছেন’। এই ছবিতে শাকিব খানের দু’টো লুক ছিল। একটা লুকের জন‍্য ১২ কেজি ওজন কমানোর কথা ছিল।

প্রথমে ঠিক ছিল একটা অংশের শুটিং করার পর বিরতি নিয়ে চেহারায় পরিবর্তন আনবেন শাকিব। তারপর শুটিং করবেন অন‍্য লুকে। কিন্তু শুটিং শিডিউলে কিছু পরিবর্তন আসে। সময় কম পড়ে। তখন শাকিব বলেন, শুটিং করতে-করতেই ১২ কেজি ওজন কমাবেন। রাফির কথায়, ‘শুটিংয়ের মাঝে আমি খেতাম। উনি শুধু বাদাম বা খেজুর খেতেন। ১২ কেজি ওজন কমালেন শুটিং চলাকালীন। এক রকম দৃশ‍্য নয়, কখনও অ‍্যাকশন, কখনও নাচ, সব কিছু উনি করতেন লাগাতার। ‘লাগে উরা ধুরা’ বা ‘দুষ্টু কোকিল’-এর রিহার্সালও শুটিংয়ের মাঝে করেছেন শাকিব’। রাফি খোলসা করেন, শুটিং ফ্লোরে পৌঁছে চিত্রনাট‍্য বদলে দেওয়ার মতো বাজে স্বভাব আছে তাঁর। তার সঙ্গে মানিয়ে নিয়ে সাংঘাতিক কষ্ট করে শুটিং করেছেন শাকিব। সে কারণেই নায়কের প্রেমে পড়ে গিয়েছেন রাফি।