২৮-এ পা, শাহরুখ-পুত্র আরিয়ানের মোট সম্পত্তির পরিমাণ কত জানেন?

১৯৯৭ সালের ১২ নভেম্বর জন্ম নেওয়া আরিয়ান খান, শাহরুখ ও গৌরী খানের প্রথম সন্তান। ছোটবেলা থেকেই তিনি বেড়ে উঠেছেন বিশেষ আদর যত্নে। বলিউডের অন্যতম স্টারকিড বলে কথা। তবে নিজের পথ তৈরি করতে চেয়েছেন নিজস্ব পরিশ্রমে। তিনি মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা শেষ করে লন্ডনের সেভেনওকস স্কুলে ভর্তি হন।

২৮-এ পা, শাহরুখ-পুত্র আরিয়ানের মোট সম্পত্তির পরিমাণ কত জানেন?

| Edited By: জয়িতা চন্দ্র

Nov 12, 2025 | 3:11 PM

বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের জন্মদিন বলে কথা। এদিন সকাল থেকেই শুভেচ্ছা বার্তার বন্যা সোশ্যাল মিডিয়ায়। ২৮ বছর বয়স হল কিং-পুত্রের। ইতিমধ্যেই বলিউডে পা রেখে দাপটের সঙ্গে জায়গা করে নিয়েছেন সাধারণের মনে। তাঁর প্রথম কাজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। যে ওয়েব সিরিজে বলিউডের বহুস্টারকে কেমিও করতে দেখা যায়। শেষে একটি দৃশ্যে ছিলেন খোদ শাহরুখ খান। প্রথম পরিচালনাতেই তাক লাগিয়ে দেন আরিয়ান। এই সিরিজ পরিচালনা করে তিনি মোটের ওপর পেয়েছেন ১০ থেকে ১২ কোটি টাকা।

বয়স মাত্র ২৮, তবে সম্পত্তির পরিমাণ নেহাতই কম নয়। জানা গিয়েছে, আরিয়ান সম্প্রতি দিল্লির অভিজাত পঞ্চশীল পার্ক এলাকায় একটি ৩৭ কোটি টাকার বাড়ি কিনেছেন, যা শাহরুখ পরিবারের রিয়েল এস্টেটের তালিকায় নতুন সংযোজন।

১৯৯৭ সালের ১২ নভেম্বর জন্ম নেওয়া আরিয়ান খান, শাহরুখ ও গৌরী খানের প্রথম সন্তান। ছোটবেলা থেকেই তিনি বেড়ে উঠেছেন বিশেষ আদর যত্নে। বলিউডের অন্যতম স্টারকিড বলে কথা। তবে নিজের পথ তৈরি করতে চেয়েছেন নিজস্ব পরিশ্রমে। তিনি মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা শেষ করে লন্ডনের সেভেনওকস স্কুলে ভর্তি হন। পরবর্তীতে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে সিনেমাটিক আর্টস ও টেলিভিশন প্রোডাকশনে স্নাতক সম্পন্ন করেন। তারপর থেকে সকলেই মুখিয়ে ছিলেন কবে অভিনয় জগতে পা রাখবেন আরিয়ান। কিন্তু তেমনটা করতে চাননি শাহরুখ পুত্র।

বহুবার ফিরিয়েছেন তিনি করণ জোহরের প্রস্তাব। স্থির করেছিলেন পরিচালকই হবে। সেই স্বপ্নই সত্যি হল ২০২৫ সালে। আরিয়ান খান কেবল রিয়েল এস্টেট বিনিয়োগেই নয়। এছাড়া ২০২৩ সালে তিনি চালু করেন এক আল্ট্রা-লাক্সারি পোশাক ব্র্যান্ড — D’YAVOL, যা দ্রুতই অনলাইনে জনপ্রিয়তা অর্জন করে।

আরিয়ানের বিলাসবহুল জীবনযাপন বরাবরই সংবাদমাধ্যমে আলোচনার বিষয়। ৭.৮৩ লক্ষ টাকার Rolex Cosmograph Daytona ঘড়ি, প্রায় ৪৭,০০০ টাকার Balenciaga স্নিকার্স। তিন বিলাস বহুল গাড়ি। মোটের ওপর তাঁর সম্পত্তির পরিমাণ ৮০ কোটি টাকা। যা বর্তমানে আরও বৃদ্ধি পেয়েছে বলেই বলিপাড়া সূত্রে খবর।