৫২ বছর আগে, অমিতাভ-জয়ার বিয়েতে মোট কত টাকা খরচ হয়েছিল জানেন?

প্লেনের টিকিট কাটা, হোটেল বুক করা হয়ে গিয়েছিল অমিতাভের। বন্ধুদের সঙ্গে তৈরি হয়ে গিয়েছে আইটিনারিও (কোনদিন কোথায় বেড়াতে যাবেন, সেই তালিকা)। সব জেনেশুনে অমিতাভের বাবা কবি হরিবংশ রাই বচ্চন বাধা দিয়েছিলেন।

৫২ বছর আগে, অমিতাভ-জয়ার বিয়েতে মোট কত টাকা খরচ হয়েছিল জানেন?

| Edited By: জয়িতা চন্দ্র

Jun 04, 2025 | 3:33 PM

সাল ১৯৭৩, সাত পাকে বাঁধা পড়েছিলেন অমিতাভ বচ্চন ও জয়া। পুনে ফিল্ম ইনস্টিটিউটে (এফটিআইআই) থেকে অভিনয় নিয়ে লেখাপড়া করেছেন অভিনেত্রী জয়া বচ্চন। বাংলা এবং হিন্দি ফিল্ম ইনস্টিটিউটে তাঁর অভিনয় ছাপ ফেলতে শুরু করে গোড়া থেকেই। অমিতাভের সঙ্গে হিন্দি ছবিতে অভিনয় করতে গিয়ে বন্ধুত্ব হয় জয়ার। দুই তারকার মধ্যে গড়ে উঠেছিল সুসম্পর্কও। জয়াকে সঙ্গে নিয়ে নাকি বন্ধুদের সঙ্গে লন্ডনে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন অমিতাভ। কথাটি বাড়িতে জানাতেই রেরে করে ওঠেন অমিতাভের বাবা বিখ্যাত কবি হরিবংশ রাই বচ্চন। অমিতাভের লন্ডনে যাওয়ার সমস্ত পরিকল্পনা ভেস্তে দিয়ে বলেছিলেন, “জয়ার সঙ্গে লন্ডনে বেড়াতে যেতে হলে তাঁকে বিয়ে করেই যেতে হবে তোমাকে।”

প্লেনের টিকিট কাটা, হোটেল বুক করা হয়ে গিয়েছিল অমিতাভের। বন্ধুদের সঙ্গে তৈরি হয়ে গিয়েছে আইটিনারিও (কোনদিন কোথায় বেড়াতে যাবেন, সেই তালিকা)। সব জেনেশুনে অমিতাভের বাবা কবি হরিবংশ রাই বচ্চন বাধা দিয়েছিলেন। অমিতাভকে কাছে ডেকে স্পষ্ট করে বলে দিয়েছিলেন, “তুমি যদি জয়াকে নিয়ে লন্ডনে বেড়াতে যাও, তা হলে এমনই-এমনই যেতে পারবে না। তোমাকে তার আগে জয়াকে বিয়ে করতে হবে।” এই বলে বিগ বি-র উপর শর্ত চাপিয়ে দিয়েছিলেন হরিবংশ। আর তারপরই বাজে সানাই। চার হাত এক হয়। জানেন আজ থেকে প্রায় ৫২ বছর আগে কত টাকা খরচ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই সেলেব দম্পতি? ৯০ লাখ টাকা। যা তখনকার দিনে দাঁড়িয়ে বিস্তর পরিমাণ অর্থ।