
শাহরুখ খান মানেই শুধু বলিউড সুপারস্টার নন, তিনি একাধারে আন্তর্জাতিক আইকন, সফল ব্যবসায়ী এবং বিশ্বজোড়া এক ব্র্যান্ডও বটে। তাঁর প্রোডাকশন হাউজ রেড চিলিস এন্টারটেইনমেন্ট, আইপিএলের দল কলকাতা নাইট রাইডার এবং অসংখ্য ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট মিলিয়ে আজ তিনি বিশ্বের ধনীতম অভিনেতা। কিন্তু এই বিশাল সাম্রাজ্যের নেপথ্যে রয়েছে কিছু নির্ভরযোগ্য ব্যক্তির কঠোর পরিশ্রম। তাঁদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একজন হলেন শাহরুখের দীর্ঘদিনের ম্যানেজার পূজা দাদলানি।
২০১২ সাল থেকে পূজা শাহরুখ খানের ম্যানেজার হিসেবে যুক্ত হন। সেই থেকে তিনি শুধু একজন ম্যানেজার নন, খান পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। ছবি প্রোডাকশন থেকে শুরু করে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, আইপিএল ডিল—সবই তাঁর তত্ত্বাবধানে। এমনকি ২০১৩ সালে ব্লকবাস্টার হিট ‘চেন্নাই এক্সপ্রেস’-এর কো-প্রোডিউসার হিসেবেও নাম ছিল তাঁর।
মুম্বইয়ে জন্মগ্রহণ করা পূজা দাদলানি পড়াশোনা করেন বাই আবাবাই ফ্রামজি পেটিট গার্লস হাই স্কুলে। এরপর তিনি এইচ আর কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিকস থেকে স্নাতক হন এবং আর.ডি. অ্যান্ড এস.এইচ. ন্যাশনাল কলেজ থেকে ব্যাচেলর অফ মাস মিডিয়া ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনের পাশাপাশি পূজার ব্যক্তিগত জীবনও বেশ স্থিতিশীল। তিনি ঘর বেঁধেছেন হিতেশ গুর্নানি-র সঙ্গে, যিনি মুম্বইয়ের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
আইপিএলের দুনিয়াতেও পূজার ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। কলকাতা নাইট রাইডার্সের ব্র্যান্ড ভ্যালু এবং স্পনসরশিপ ডিলগুলি পরিচালনায় তাঁর দক্ষতা এই দলকে করে তুলেছে অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। বলাই যায়, শাহরুখ খানের কেরিয়ারের নেপথ্যে যে শক্তিশালী পরিচালন দল রয়েছে, তার এক অনন্য মুখ পূজা দাদলানি।