‘বলিউড মাফিয়া’দের দিকে আঙুল! জানেন হট নায়িকা তনুশ্রী রাতারাতি কেন হারিয়ে গেলেন?

এমনকি চেহারাতেও ঘটেছে আমূল পরিবর্তন। তাঁকে দেখে চিনে নেওয়া বেশ কঠিন। ইচ্ছে ছিল তাঁর একের পর এক ভাল ছবি করার, কিন্তু একটা সময়ের পর টাইপকাস্ট। কী কারণে হঠাৎ করেই বলিউড থেকে উবে গিয়েছিলেন তনুশ্রী?

‘বলিউড মাফিয়া’দের দিকে আঙুল! জানেন হট নায়িকা তনুশ্রী রাতারাতি কেন হারিয়ে গেলেন?

| Edited By: জয়িতা চন্দ্র

Jun 05, 2025 | 4:13 PM

অভিনেত্রী তনুশ্রী দত্তকে মনে আছে? একসময় তাঁর হটনেসে কাঁপত তামাম বলিউড। ইমরান হাসমির সঙ্গে ‘আশিক বনায়া আপনে’ ছবিতে তাঁর সেই উষ্ণ উপস্থিতির কথা কার না মনে আছে। তবে একটা সময়ের পর পর্দা থেকে একপ্রকার প্রায় উধাও হয়ে যান এই নায়িকা। এমনকি চেহারাতেও ঘটেছে আমূল পরিবর্তন। তাঁকে দেখে চিনে নেওয়া বেশ কঠিন। ইচ্ছে ছিল তাঁর একের পর এক ভাল ছবি করার, কিন্তু একটা সময়ের পর টাইপকাস্ট। কী কারণে হঠাৎ করেই বলিউড থেকে উবে গিয়েছিলেন তনুশ্রী?

অভিনেত্রী সরাসরি আঙুল তুলেছেন, ‘বলিউড মাফিয়া’দের দিকে। ‘#মিটু আন্দোলন’এ নানা পটেকরের বিরুদ্ধে মুখ খোলার পরেই নাকি তাঁর জীবন হয়ে উঠেছে নরক– এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছিলেন তিনি। ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে তনুশ্রী দাবি করেছিলেন, ২০০৯ সালের ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিংয়ের সময় নাকি তাঁকে বাজে ভাবে স্পর্শ করেন অভিনেতা নানা পটেকর ।

কার্যত এরপর থেকেই বলিউডে শুরু হয় ‘#মিটু’র ঝড়। একের পর এক নায়িকা, বলি প্রযোজক পরিচালকের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন। তবে নানা পটেকরের ক্ষেত্রে ব্যাপারটা খানিক অন্যরকম হয়ে দাঁড়ায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান ও উপযুক্ত প্রমাণের অভাবে এই মামলায় ক্লিনচিট দেওয়া হয় নানা পাটেকরকে। কিন্তু সিনেজগত থেকে হারিয়ে যান তনুশ্রী। তনুশ্রী বাঙালি হলেও জামশেদপুরে জন্ম তাঁর। তবে বাংলার সঙ্গে তাঁর গভীর যোগ।

বলিউড থেকে কার্যত হারিয়ে যাওয়ার পর বিদেশে চলে যান তনুশ্রী। ২০২০ সালে আবার দেশে ফিরে আসেন তনুশ্রী। প্রকাশ্যেই জানান, বলিউডের দাপটে কিছু ব্যক্তিদের বিরুদ্ধে মুখ খোলার কারণেই নাকি তিনি কর্মহীন হয়ে পড়েন।

এক পোস্টে তিনি লিখেছিলেন, “আমি আমার কেরিয়ার পুনরুদ্ধারের চেষ্টা করছি। মানুষ আমার সঙ্গে কাজও করতে চাইছে। ছবির অফারও পাচ্ছি। কিন্তু শেষ মুহূর্তে সব ভেস্তে যাচ্ছে।” যদিও ভাল স্ক্রিপ্টের খোঁজে এখনও অপেক্ষায় অভিনেত্রী।