টাকাপয়সা ছিল না, জামাকাপড় নিজেই ডিজাইন করেছি: কঙ্গনা

আপাতত কঙ্গনা মধ্যপ্রদেশে ‘ধক্কড়’ ছবির শুটিং করেছেন। সে-ই ফিল্মের এক ‘রক্তাক্ত’ লুকের ছবি পোস্ট করেন অভিনেত্রী।

টাকাপয়সা ছিল না, জামাকাপড় নিজেই ডিজাইন করেছি: কঙ্গনা
কঙ্গনা রাণাওয়াত।
Follow Us:
| Updated on: Jan 24, 2021 | 1:27 PM

ছবিতে তিনি কালো, এথনিক অনারকলী স্যুট পরে রয়েছেন। মুকে অনবালিল হাসি। তাঁর হাতে সংশাপত্র তুলে দিচ্ছেন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। সে-ই ছবি রিটুইট করে কঙ্গনা লেখেন, ‘প্রথম জাতীয় পুরস্কার, প্রচুর স্পেশাল স্মৃতি জড়িয়ে আছে। এক মহিলা রাষ্ট্রপতির হাত থেকে নারীকেন্দ্রিক ছবির জন্য সম্মানপ্রাপ্ত অন্যতম কনিষ্ঠতম অভিনেত্রী ছিলাম আমি। টাকাপয়সা না থাকায় নিজের জন্য স্পেশাল কিছু কিনতে পারিনি, আমি আমার স্যুট ডিজাইন করেছিলাম। স্যুটটা খুব একটা খারাপ ছিল না…না?’

আপাতত কঙ্গনা মধ্যপ্রদেশে ‘ধক্কড়’ ছবির শুটিং করেছেন। সে-ই ফিল্মের এক ‘রক্তাক্ত’ লুকের ছবি পোস্ট করেন অভিনেত্রী। একেবারে ইনটেন্স লুকে ছিলেন কঙ্গনা। হাতে তলোয়ার। চারপাশে রক্ত। আর কঙ্নার পিছনে পড়ে রয়েছে একাধিক মরদেহ। কঙ্গনার ভাব এমন যেন তাঁদের হত্যা করেছেন কঙ্গনা নিজে।

‘ধক্কড়’-এর প্রথম পোস্টার শেয়ার করে ক্যাপশানে কঙ্গনা লেখেন, ‘সে নির্ভীক, সে জ্বলছে! সে এজেন্ট অগ্নি, ভারতের প্রথম মহিলা লিড অ্যাকশন থ্রিলার।’