পাক-যোগে শাস্তির মুখে দিলজিত্‍, তাঁর পরিবর্তে ‘বর্ডার টু’ ছবিতে কে?

তবে বলিউডে এমন চর্চাও আছে যে অভিনেতাকে নাকি ছবি থেকে বাদ দিয়ে দেওয়ার কাজটা সহজ নয়। ছবির যে অংশের শুটিং হয়ে গিয়েছে, সেখান থেকে অভিনেতাকে সরাতে হলে আর্থিক ক্ষতির মুখে পড়বে ছবিটি। তাই দিলজিত্‍ নাকি অ্যামি, কাকে দেখা যাবে ছবিতে তা নিয়ে এখন চর্চা চলবে প্রযোজকের তরফে ঘোষণা হওয়ার আগে পর্যন্ত।

পাক-যোগে শাস্তির মুখে দিলজিত্‍, তাঁর পরিবর্তে বর্ডার টু ছবিতে কে?

| Edited By: Bhaswati Ghosh

Jun 28, 2025 | 3:17 PM

‘বর্ডার টু’ ছবি থেকে কি বাদ পড়লেন দিলজিত্‍ দোসাঞ্জ? বলিউডে চর্চা তেমনই। FWICE-এর পক্ষ থেকে জানানো হয়েছিল,  দিলজিৎকে ‘বর্ডার ২’-এর মতো একটি দেশপ্রেমমূলক ছবিতে নেওয়া মানে সরাসরি শিল্পীদের ভাবাবেগে আঘাত করা। ‘সর্দারজি থ্রি’ ছবিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে কাজ করেছেন দিলজিত্‍। শুধু নির্মাতাদের কাছেই নয়, FWICE চিঠি পাঠিয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রক, বৈদেশিক মন্ত্রক, এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রক-কেও। তারা দিলজিতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ এবং ‘সর্দারজি থ্রি’-এর প্রযোজকদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছিল।

জে পি দত্তের ১৯৯৭ সালের কালজয়ী ছবি ‘বর্ডার’-এর সিক্যুয়েল ‘বর্ডার ২’ পরিচালনা করছেন অনুরাগ সিং। অভিনয়ে রয়েছেন সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ এবং আহান শেট্টি। ২৩ জানুয়ারি ২০২৬-এ ছবি মুক্তির দিন স্থির হয়েছে। যতই সমস্যা হোক নির্মাতাদের, এই ছবিতে নাকি আর থাকছেন না দিলজিত্‍। তাঁর পরিবর্তে অ্যামি ভির্ক এই ওয়ার ড্রামাতে কাজ করবেন, সেই খবর ছড়িয়ে পড়েছে। তবে নির্মাতাদের তরফে এই বিষয়ে কিছু ঘোষণা করা হয়নি এখনও। তাই শেষ অবধি দিলজিত্‍ বাদ পড়বেন কিনা, তার দিকে নজর রাখতে হবে।

তবে বলিউডে এমন চর্চাও আছে যে অভিনেতাকে নাকি ছবি থেকে বাদ দিয়ে দেওয়ার কাজটা সহজ নয়। ছবির যে অংশের শুটিং হয়ে গিয়েছে, সেখান থেকে অভিনেতাকে সরাতে হলে আর্থিক ক্ষতির মুখে পড়বে ছবিটি। তাই দিলজিত্‍ নাকি অ্যামি, কাকে দেখা যাবে ছবিতে তা নিয়ে এখন চর্চা চলবে প্রযোজকের তরফে ঘোষণা হওয়ার আগে পর্যন্ত।