সদ্য কলকাতায় শো করে গিয়েছেন পাঞ্জাবি পপস্টার দিলজিত্ দোসাঞ্ঝ। শোয়ের আগে হাওড়ার ফুলের হাট, দক্ষিণেশ্বর, কফি হাউজ ঘুরে দেখেছিলেন গায়ক। তাঁর কলকাতা ভ্রমণের ভিডিয়োও রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। রেকর্ড ভিড় হয়েছিল গায়কের কলকাতার শোয়ে। শুধু কলকাতা নয়, হায়দরাবাদ, বেঙ্গালুরু, ইন্দোরেও দিলজিত্ অনুরাগীদের ভিড় ছিল দেখার মতো। চণ্ডীগঢ়েও এই দৃশ্য দেখা গিয়েছিল। তাঁকে ঘিরে এত উন্মাদনা, পাগলামি দেখা গেলেও তাঁর মন জিততে পারল না এই দেশ।
তাই ১৪ ডিসেম্বর চন্ডীগঢ়ের মঞ্চ থেকে গায়ক সোটা বলে দিলেন আর কোনও দিন ভারতে কনসার্ট করবেন না। সেই ভিডিয়ো এই মুহূর্তে সমাজমাধ্যমের পাতায় ভাইরাল। সমাজমাধ্যমের পাতায় যে ভিডিয়ো দেখা গিয়েছে সেখানে তিনি বলছেন, “এদেশে লাইভ শো করার মতো পরিকাঠামো নেই। আসলে এর নেপথ্যে রয়েছে অর্থর অভাব। আমি বলব লাইভ শো করার সময় স্টেজটা একেবারে মাঝখানে করতে। তাহলে আরও বেশি মানুষ দেখতে ও শুনতে পাবে আমাকে। এটা যদি না হয়, তাহলে আমি আর কোনওদিন ভারতে শো করব না।”
উল্লেখ্য়, তরুণ প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় তারকা হলেন দিলজিত্। দেশ হোক কিংবা বিদেশ তিনি যেখানেই কনসার্ট করুন না কেন উপচে পড়ে ভিড়। কয়েক দিন আগে দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামেও সেই একই দৃশ্য ধরা পড়েছিল। কনসার্ট শেষের পর মাঠ জুড়ে দেখা যায় শুধুই ছড়িয়ে রয়েছে মাংসের হাড়, মদের বোতল! তা নিয়েও রীতিমতো সমালোচনা হয়। এবার হায়দরাবাদে শোয়ের আগে তাই তেলেঙ্গানা সরকারের তরফে তাই আইনি নোটিস পাঠানো হয় পঞ্জাবি পপস্টারকে।