লিভারে ক্যানসারে আক্রান্ত দীপিকা কক্কর, সোশাল মিডিয়ায় কী বার্তা দিলেন অভিনেত্রী?
সেই সময় তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিশদে জানাননি তাঁ স্বামী শোয়েব ইব্রাহিম। এবার নিজের অসুস্থতা নিয়ে নিজেই মুখ খুললেন দীপিকা।

কয়েকদিন আগেই খবরে এসেছিল গুরুতর অসুস্থ টেলিধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর। তবে সেই সময় তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিশদে জানাননি তাঁ স্বামী শোয়েব ইব্রাহিম। এবার নিজের অসুস্থতা নিয়ে নিজেই মুখ খুললেন দীপিকা। সোশাল মিডিয়ায় জানালেন তিনি লিভার ক্যানসারে আক্রান্ত।
দীপিকা জানিয়েছেন, তাঁর লিভারের বাঁ দিকে একটি টিউমার ধরা পড়েছে। যেখানে বাসা বেঁধেছে মারণরোগ ক্যানসার। চিকিৎসকরা এই টিউমারের দ্রুত অস্ত্রোপচার করতে বলেছেন। দীপিকা এও জানিয়েছেন, তাঁর এই ক্যানসার সেকেন্ড স্টেজে রয়েছে।
দীপিকা তাঁর সোশাল মিডিয়ায় লিখলেন, ”গত কয়েক সপ্তাহ ধরে আমরা খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। পেটের ব্যথার জন্য হাসপাতালে যেতে হচ্ছে বার বার। জানতে পারলাম, আমার লিভারে টিউমার হয়েছে। যা কিনা ম্যালিগন্যান্ট। এই সময়টা সত্যিই কঠিন। ছোট্ট সন্তান রয়েছে আমার। আমার পুরো পরিবার আমার পাশে রয়েছে। আশা করি সব ঠিক হয়ে যাবে। আপনারা প্রার্থনা করুন আমার সুস্থতার জন্য।”
View this post on Instagram
