রাজনীতি থেকে অভিনয় জগতে সিপিএম-এর দীপ্সিতা ধর, জানেন কোন ভূমিকায় দেখা যাবে এই বাম নেত্রীকে?

সুমন মহাপাত্র | Edited By: আকাশ মিশ্র

Mar 13, 2025 | 8:55 PM

এবার রাজনীতি থেকে অভিনয়ে বামেদের নতুন প্রজন্মের মুখ নেত্রী দীপ্সিতা ধর। তবে কোনও সিনেমা নয়, বরং আমাজনের নতুন সিরিজ জিদ্দি গার্ল-এ দেখা যাচ্ছে দীপ্সিতাকে।

রাজনীতি থেকে অভিনয় জগতে সিপিএম-এর দীপ্সিতা ধর, জানেন কোন ভূমিকায় দেখা যাবে এই বাম নেত্রীকে?

Follow Us

এবার রাজনীতি থেকে অভিনয়ে বামেদের নতুন প্রজন্মের মুখ তথা নেত্রী দীপ্সিতা ধর। তবে কোনও সিনেমা নয়, বরং আমাজনের নতুন সিরিজ ‘জিদ্দি গার্ল’-এ দেখা যাচ্ছে দীপ্সিতাকে। আর বাস্তবের মতো ওটিটির পর্দাতেও দীপ্সিতা আন্দোলনের মুখ! এক আন্দোলনকারীর চরিত্রেই দেখা যাবে দীপ্সিতাকে।

সদ্যই আমাজনে মুক্তি পেয়েছে জিদ্দি গার্লস। এই সিরিজের পরিচালক সোনালি বসু। নন্দিতা দাস, দিয়া দামিনী, লিলেট দুবের মতো অভিনেত্রীদের পাশে দেখা যাচ্ছে দীপ্সিতাকেও।

তা কীভাবে এল সুযোগ?

দীপ্সিতার কথায়, পরিচালক সোনালি বসুর অনুরোধেই কাজটা করেছি। একেবারেই ব্যক্তিগত জায়গা থেকে। পঞ্চায়েত নির্বাচনে হাত ভাঙার পর, ভাঙা হাত নিয়েই এই সিরিজের শুটিং করেছিলেন। পরিচালক সোনালির অনুরোধ ফেলতে পারেননি দীপ্সিতা। এই সিরিজের শুটিং হয়েছে দিল্লি ও মুম্বইয়ে। এই সিরিজে উঠে এসেছে মেয়েদের কলেজ ও হোস্টেল জীবনের কথা।