শহরে ‘বিনোদিনী অপেরা’-র ৪০তম শো, কী বললেন পরিচালক অবন্তী?

সুদীপ্তা চক্রবর্তীকে এখানে দেখা যায় বিনোদিনীর চরিত্রে। lতাঁর পারফরম্যান্স নজরকাড়া। তা নিয়ে কী বলছেন পরিচালক? অবন্তী বললেন, ''সুদীপ্তা আমাকে অনেক সময়েই ধন্যবাদ দেয়, ওঁকে এই চরিত্রে ভাবার জন্য। আমার মনে হয়েছে, আমি ওঁকে এরকম চরিত্র অফার না করলেও, অন্য কেউ করতেন। ও ভালো অভিনেত্রী। আমার কাজের পদ্ধতি, চিত্রনাট্যে ক্রমাগত যোগ-বিয়োগ সব কিছুই ও যেভাবে আত্মস্থ করেছে, তাতে এটুকু বুঝেছি ওঁর শিল্পীর হৃদয় আছে। সেই কারণেই একটা চরিত্রতে হৃদয় যোগ করতে পারে সুদীপ্তা।''

শহরে বিনোদিনী অপেরা-র ৪০তম শো, কী বললেন পরিচালক অবন্তী?

| Edited By: Bhaswati Ghosh

Aug 06, 2025 | 9:52 AM

‘বিনোদিনী অপেরা’-র ৪০ তম শো রাত পেরোলে। কী বলছেন পরিচালক অবন্তী চক্রবর্তী? TV9 বাংলাকে অবন্তী জানালেন, ”এটা ভীষণ ভালোলাগার জায়গা যে প্রায় ৩৭টা শো একদম হাউজফুল ছিল। দু’ তিনটে শো প্রায় হাউজফুল ছিল। হাউজফুল হওয়ার সঙ্গে যে থিয়েটার গুণগত মান সব সময়ে জড়িয়ে থাকে তা নয়। আমিও আগে এমন শো করেছি, যেখানে দর্শক আসেননি। কিন্তু অনেকে বলেন, ‘থ্রি সিস্টার্স’-এর গুণগত মান ভালো। কিন্তু এই শোয়ের গুণগত মান দর্শকের ভালো লাগছে, অভিনয় ভালো লাগছে এবং হাউজফুল হচ্ছে, কোনও গিমিক ছাড়া, সেটা ভালোলাগার জায়গা। নাটকের গুণগত মান ভালো না হলে, ৪০টা শো হাউজফুল করা সত্যিই মুশকিল।” এই নাটক থিয়েটারের দর্শকদের ভালো লাগছে, যাঁরা থিয়েটারের নিয়মিত দর্শক নন, তাঁদেরও ভালো লাগছে।

অবন্তীর পরিচালনায় ‘মাই নেম ইজ জান’ নিয়মিত হাউজফুল হচ্ছে। আবার ‘বিনোদিনী অপেরা’-ও হাউজফুল হচ্ছে। বাংলা ছবিতে অনেক সময়ে দর্শকের অভাব দেখা যায়। তবে থিয়েটারের চিত্র আশাপ্রদ। এই নিয়ে অবন্তীর কী ভাবনা? পরিচালক বললেন, ”গওহর জানের উপর নাটকটা অর্পিতা চট্টোপাধ্যায় করছেন। সেখানে অভিনয় করতে-করতে গান গাওয়ার কাজটা একদম সহজ নয়। খুব অর্গ্যানিকভাবে সেটা হাউজফুল হতে শুরু করেছে। অবশ্যই ভালোলাগে যে মানুষের আমার কাজ ভালো লাগছে। যে দু’ জন নারীর গল্প বলছি, সেটা মানুষ শুনতে চাইছেন। থিয়েটারের সঙ্গে অতীত আর বর্তমান জড়িয়ে আছে। ১০০ বছরের আগের দু’ টো চরিত্রের কথা আমি বলতে পারছি, নিজের মতো করে এবং যাঁদের জন্য বলছি, তাঁরা আগ্রহী হচ্ছেন, এটা ভালোলাগার জায়গা।” এমন আইকনিক চরিত্র নিয়ে কাজ করার সময়ে শৈল্পিক স্বাধীনতা থাকলেও, মাত্রাজ্ঞানের দিকটা দেখে নেওয়া একটা চ্যালেঞ্জ, সে কথাও বললেন অবন্তী।

সুদীপ্তা চক্রবর্তীকে এখানে দেখা যায় বিনোদিনীর চরিত্রে। lতাঁর পারফরম্যান্স নজরকাড়া। তা নিয়ে কী বলছেন পরিচালক? অবন্তী বললেন, ”সুদীপ্তা আমাকে অনেক সময়েই ধন্যবাদ দেয়, ওঁকে এই চরিত্রে ভাবার জন্য। আমার মনে হয়েছে, আমি ওঁকে এরকম চরিত্র অফার না করলেও, অন্য কেউ করতেন। ও ভালো অভিনেত্রী। আমার কাজের পদ্ধতি, চিত্রনাট্যে ক্রমাগত যোগ-বিয়োগ সব কিছুই ও যেভাবে আত্মস্থ করেছে, তাতে এটুকু বুঝেছি ওঁর শিল্পীর হৃদয় আছে। সেই কারণেই একটা চরিত্রতে হৃদয় যোগ করতে পারে সুদীপ্তা।”