AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কঙ্গনার ‘পাবলিক পার্সোনা’ ঠিক ধরতে পারি না: অনুরাগ

‘লাইফ ইন এ মেট্রো’ এবং ‘কাইটস’ ছবিতেও অভিনয় করেছিলেন কঙ্গনা রাণাওয়াত।

কঙ্গনার ‘পাবলিক পার্সোনা’ ঠিক ধরতে পারি না: অনুরাগ
পুরোনা সেই দিনের কথা: কঙ্গনা-অনুরাগ
| Updated on: Dec 27, 2020 | 3:34 PM
Share

তাঁদের দুজনর পরিচয় বহুদিনের। প্রায় ১৪ বছর। পরিচালক অনুরাগ বাসুর (Anurag Basu) ছবিত কঙ্গনার (Kangna Ranaut) বলিউডে পদার্পণ। ছবির নাম ‘গ্যাংস্টার’। তারপর ‘লাইফ ইন এ মেট্রো’ এবং ‘কাইটস’ ছবিতেও অভিনয় করেছিলেন কঙ্গনা রাণাওয়াত। তারপরও দু’জনে একসঙ্গে কাজ করার চেষ্টাও করছেন কিন্তু তা হয়ে ওঠেনি। তবে আজ কঙ্গনার ব্যক্তিত্ব (পাবলিক পার্সোনা) ঠিক বুঝে উঠতে পারে না পরিচালক।

 

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘গ্যাংস্টার’-এর সময় কঙ্গনার অডিশন প্রসঙ্গে অনুরাগ বলেন, “২০-২৫ জন মেয়ে এসেছিল অডিশনে। কিন্তু ওঁর মুখটা আমার মনে রয়ে যায়। ওঁর মুখে কিছু একটা ইউনিক ছিল। প্রথমদিকে সবকিছুর জন্য ওঁর সাহায্যের দরকার হত। কিন্তু খুব তাড়াতাড়ি সব শিখে নেওয়ার ক্ষমতা ছিল। ‘গ্যাংস্টার’-এর শুটিং চলাকালীনই ওঁর উন্নতিটা বুঝতে পারছিলাম।”

 

 

কঙ্গনার ব্যক্তিত্ব প্রসঙ্গে অনুরাগ বলেন, “আমাদের মধ্যে দেখাসাক্ষাৎ হয় না। কিন্তু যখনই হয় ওঁর ব্যক্তিত্ব (পাবলিক পার্সোনা) ঠিক বুঝে উঠতে পারি না। যে কঙ্গনাকে আমি চিনতাম ওটা সেই কঙ্গনা নয়। আমার মনে হয় ওঁর মধ্যে দুটো কঙ্গনা রয়েছে। দ্বিতীয় কঙ্গনাকে আমি চিনি না।”

গত বছর কঙ্গনা রানাওয়াত এবং অনুরাগ বাসুর একসঙ্গে ‘ইমালি’ ছবি করার কথা ছিল। তবে কঙ্গনা সে ছবি থেকে বাদ পড়ে যায়।

কঙ্গনা রাণাওয়াতের নাম এখন তাঁর কাজের জন্য় নয় কন্ট্রোভার্সির জন্য শিরোনামে উঠে আসে। ধর্মীয় এবং রাজনৈতিক মন্তব্যের জন্য বেশ কিছু আইনি লড়াইয়েও জড়িয়ে পড়েছেন কন্ট্রোভার্সি কুইন।