বিয়ে পাকা করলেন পরিচালক, পাহাড়ে বিয়ে কি নতুন ট্রেন্ড?

নির্ঝর TV9 বাংলাকে জানালেন, ‘’পাটি পত্রর জন্যই এবার উত্তরবঙ্গে এসেছিলাম। সেই অনুষ্ঠান হওয়ার পর বন্ধুরা মিলে ভূটান ঘুরতে গিয়েছিলাম। ফিরে ককটেল পার্টি ছিল। নতুন ওয়েব সিরিজ ‘বীরাঙ্গনা’-র কাজ নিয়ে এখন ব‍্যস্ত হয়ে যাব। তারপর প্রথম ছবি পরিচালনার কাজ রয়েছে। তাই এই বছর বিয়ে করার সময় পাবো না। সেই কারণে বাড়ি থেকে বলেছিল, এনগেজমেন্টটা সেরে রাখতে।’’

বিয়ে পাকা করলেন পরিচালক, পাহাড়ে বিয়ে কি নতুন ট্রেন্ড?

| Edited By: Bhaswati Ghosh

Apr 26, 2025 | 3:29 PM

পরিচালক নির্ঝর মিত্র উত্তরবঙ্গের ছেলে। তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘শিকারপুর’-এর প্রেক্ষাপট উত্তরবঙ্গ। আবার তাঁর পরিচালনায় এই বছর মুক্তি পেয়েছে ‘ডাইনি’। সেখানেও গল্প বয়ে যায় উত্তরবঙ্গের পথ ধরেই। তবে সম্প্রতি নির্ঝর উত্তরবঙ্গ পৌঁছেছিলেন বিয়ে পাকা করতে। তাঁর গার্লফ্রেন্ড শালিনী মিত্রর সঙ্গে পাটি পত্র সারলেন উত্তরবঙ্গে। ২০২৬-এ বিয়ের তারিখ পাকা করেছেন। শালিনী নির্ঝরের সঙ্গেই প্রোডাকশন ডিজাইনার হিসাবে কাজ করছেন। নির্ঝর TV9 বাংলাকে জানালেন, ‘’পাটি পত্রর জন্যই এবার উত্তরবঙ্গে এসেছিলাম। সেই অনুষ্ঠান হওয়ার পর বন্ধুরা মিলে ভূটান ঘুরতে গিয়েছিলাম। ফিরে ককটেল পার্টি ছিল। নতুন ওয়েব সিরিজ ‘বীরাঙ্গনা’-র কাজ নিয়ে এখন ব‍্যস্ত হয়ে যাব। তারপর প্রথম ছবি পরিচালনার কাজ রয়েছে। তাই এই বছর বিয়ে করার সময় পাবো না। সেই কারণে বাড়ি থেকে বলেছিল, এনগেজমেন্টটা সেরে রাখতে।’’ এই অনুষ্ঠানের অল্প ছবি পরিচালক পোস্ট করেছেন সোশ‍্যাল মিডিয়াতে। যেগুলো দেখে মনে হচ্ছে, বিয়ের অনুষ্ঠানটা পাহাড়েই করতে চান তিনি। সম্প্রতি ‘কিলবিল সোসাইটি’ ছবিতে আনন্দ কর আর পূর্ণা আইচ, এই দু’টি চরিত্রের বিয়ে হয়েছে পাহাড়ে। নির্ঝর বলছিলেন, ”’কিলবিল সোসাইটি’ দেখে দারুণ লেগেছে। বিয়ের অনুষ্ঠানটা দেখে মনে হয়েছে তিস্তার কোলে যদি বিয়ে করতে পারি দারুণ হবে। একটা বাড়ি বা হোটেলে বিয়ে তো সকলেই করেন। কিন্তু পাহাড়ে বিয়ের সৌন্দর্য আলাদা।’’ এর আগে টলিপাড়া এমন বিয়ে দেখেছে। প্রান্তিক বন্দ্যোপাধ্যায় আর অঙ্কিতা চক্রবর্তীর বিয়ে হয়েছিল পাহাড়ে। উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরা। আগামী দিনে পাহাড়ের সৌন্দর্যকে সাক্ষী রেখে বিয়ের সংখ‍্যা বাড়তেই পারে টলিপাড়ায়।