বিকিনি লুকে দিশা-মৌনি, নেটিজ়েনদের কৌতূহল কারা তুলে দিয়েছেন সুন্দরীদের ছবি?
দুই বলি সুন্দরীকে দেখে নেটিজ়েনরা বলছেন, 'হট অ্যান্ড সিজলিং'।
বলিউডের প্রায় সব অভিনেত্রীই আজকাল ভীষণ ভাবে জিম ফ্রিক। তবে এই তালিকায় একদম প্রথম সারিতে রয়েছেন মৌনি রায় আর দিশা পাটানি। হামেশাই নিজেদের ইনস্টাগ্রামে জিম সেশনের ছবি দেন এই দুই অভিনেত্রী। ছবি-ভিডিয়োতে দেখা যায় জিমে গিয়ে দারুণ ভাবে শারীরিক কসরত করছেন তাঁরা।
View this post on Instagram
তবে এবার এই দুই বলি সুন্দরীই তাক লাগাচ্ছেন তাঁদের বিকিনি লুকে। রিল হোক বা রিয়েল, দিশা পাটানি বরাবরই বিকিনি লুকে ‘হট অ্যান্ড বোল্ড’। এবার সেই তালিকায় নাম জুড়েছেন মৌনিও। ইনস্টাগ্রামে দুই অভিনেত্রীই পোস্ট করেছেন তাঁদের ‘রিসেন্ট বিকিনি লুক’। মৌনী রয়েছেন দুবাইতে। দিশা কোথাও ছুটি কাটাচ্ছেন তা অবশ্য জানা যায়নি। তবে দু’জনেরই ‘বিকিনি লুক’ দেখে নেটিজ়েনরা বলছেন, ‘হট অ্যান্ড সিজলিং’।
View this post on Instagram
দিশাকে দেখা গিয়েছে, পুলে নিয়ে সান বাথ নিচ্ছেন তিনি। পরনে গোলাপি আর নীল প্রিন্টের বিকিনি। চোখ বুজে রয়েছে অভিনেত্রী। বোঝাই যাচ্ছে সূর্যের পুরো আমেজটা উপভোগ করেছন তিনি। পুলের মধ্যে তোলা দিশার এই ছবি দেখে মুগ্ধ হয়েছেন অভিনেত্রীর অনুরাগী-গুণমুগ্ধরা।
View this post on Instagram
দিশার মতোই ইনস্টাগ্রামে উষ্ণতা ছড়াচ্ছেন মৌনীও। জানা গিয়েছে, আপাতত তিনি রয়েছে দুবাইতে। তবে দিশার মতো সূর্যের তেজ নয়, মৌনীর পছন্দ সূর্যাস্ত। কখনও বিচে শুয়ে, কখনও বা জলকেলিতে মগ্ন— ইনস্টাগ্রামে বিভিন্ন ‘ক্যান্ডিড সানসেট মোমেন্ট’ শেয়ার করেছেন মৌনী।
View this post on Instagram
তবে দুই অভিনেত্রীর বোল্ড লুকের ছবি দেখে একটাই প্রশ্ন ঘুরছে অনেক নেটাগরিকের মনে। কারা দিশা এবং মৌনীর সফরসঙ্গী হয়েছেন, কারাই বা দুই সুন্দরীর ছবি তুলে দিয়েছেন তা জানতে কৌতূহলী নেটিজ়েনদের অনেকেই।