
গ্ল্যামার, আলো-ঝলমলে মঞ্চ আর হাজার হাজার ভক্তদের ভিড় – ঠিক এই আবহেই হাতে হাত রেখে ক্যামেরাবন্দি হলেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি ও পঞ্জাবি গায়ক তলওয়িন্দর। Lollapalooza India মিউজিক ফেস্টিভ্যালের মাঝেই দু’জনকে হাতে হাত ধরে হাঁটতে দেখা যাওয়ার পর থেকেই প্রশ্ন একটাই এটা কি নিছক বন্ধুত্ব, নাকি সম্পর্কে জড়িয়েছেন তাঁরা? সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ভাইরাল হওয়া সেই দৃশ্য ঘিরেই এখন সরগরম।
সম্প্রতি ফেস্টিভ্যাল চলাকালীন হাতে হাত ধরে হাঁটার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাঁদের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, দিশা ও তলওয়িন্দর একেবারেই স্বাভাবিক ভাবে একসঙ্গে হাঁটছেন। ক্যামেরা দেখেও তাঁদের মধ্যে কোনও অস্বস্তি চোখে পড়েনি। আর এতেই অনেকের মনেই প্রশ্ন এসেছে তাহলে এটাই কি সম্পর্কের প্রথম প্রকাশ্য স্বীকৃতি?
এর আগেও দুজনকে নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। নূপুর স্যাননের বিয়ের অনুষ্ঠানে দিশা ও তলওয়িন্দরকে একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল। যদিও তখন তাঁরা বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি, এমনকি আলাদা করে ছবি তুলতেও চাননি তাঁরা।
কিন্তু লোলাপালুজার তাঁদের এই মুহূর্ত দেখে সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে। উল্লেখ্য, লোলাপালুজা ইন্ডিয়ায় মঞ্চে পারফর্মও করেন তলওয়িন্দর এবং দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পান। সেই অনুষ্ঠানেই দিশার উপস্থিতি এবং পরে হাতে হাত ধরে হাঁটার দৃশ্য সব মিলিয়ে আলোচনা এখন তুঙ্গে।
যদিও দিশা পাটানি বা তলওয়িন্দর, কেউই এখনও পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি। তবুও বলিউড ও মিউজিক ইন্ডাস্ট্রির এই নতুন জুটিকে নিয়ে নেটপাড়ায় কৌতূহল তুঙ্গে। এখন দেখার, তাঁরা আদৌ এই সম্পর্ক নিয়ে মুখ খুলবেন কি না, নাকি বিষয়টি আপাতত গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।