
ছোটপর্দার রাণী রাসমণি বেজায় খুশি। ফেসবুকে লিখলেন, ”বহু রাত জেগেছি, অগুণতি ড্রাফট তৈরি করেছি। সুপারভাইজারের সঙ্গে লম্বা আলোচনা চালিয়েছি। শেষ অবধি গতকাল ডিজার্টেশন পেপার জমা করেছি। এটা আমার মাস্টার্স ডিগ্রির অফিশিয়াল সমাপ্তি। অধ্যাপক, বন্ধু, পরিবারের সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। তবে বিশেষ করে ধন্যবাদ জানাব তাঁদের, যাঁরা মনে করেছিলেন আমার পেশার জন্য মাধ্যমিক পরীক্ষাও দিতে পারব না। তাঁদের এই সন্দেহই আমাকে দৃঢ় প্রতিজ্ঞ করে তুলেছিল। আজকে আমি গর্বিত, রেগুলার স্টুডেন্ট হিসাবে মাস্টার্স শেষ করার জন্য।”
পড়াশোনার সঙ্গে তাঁর সখ্য চলবে, স্পষ্ট করে দিলেন দিতিপ্রিয়া। TV9 বাংলার প্রশ্নের উত্তরে তিনি জানালেন, ”পিএইচডি করার ইচ্ছা আছে। নেট পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করছি। তারপর দেখি কী করতে পারি। আশুতোষ কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছিলাম ৭১ শতাংশ নম্বর পেয়ে। স্কলারশিপ পেয়ে পড়াশোনা করলাম। এবার দেখি কেমন রেজাল্ট হয়। তার উপর নির্ভর করবে সামনে কী করব।” বাংলা ধারাবাহিকের শুটিংয়ে যে পরিমাণ সময় দিতে হয়, তাতে পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন। তবে অসম্ভব নয়, সেই উদাহরণ চোখের সামনেই রয়েছে। তাই দিতিপ্রিয়ার এমন পদক্ষেপ আরও অনেককে পড়াশোনা চালিয়ে যেতে উত্সাহ জোগাবে।
ইদানীং ‘চিরদিনই তুমি যে’ আমার ধারাবাহিকের শুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী। সেখানে জীতু কমলের সঙ্গে জুটি বেঁধে দিতিপ্রিয়াকে দেখা যাচ্ছে। এর আগে ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকের জন্য ভীষণই জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। তারপর বাংলা ছবিতেও দেখা গিয়েছে তাঁকে।