অসুস্থ জীতু, খবর পেতেই তড়িঘড়ি কী করলেন দিতিপ্রিয়া?

জীতুর অসুস্থতার খবরে শুটিং ইউনিটে নামে আতঙ্ক। অভিনেত্রীর দিতিপ্রিয়া রায়ের পাশাপাশি সহ-অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যিনি সেই সময় সেটে উপস্থিত ছিলেন, তিনিও উদ্বেগ প্রকাশ করেছেন। বর্তমানে চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন জীতু, তবে এখনও পর্যন্ত হাসপাতাল সূত্রে বিস্তারিত স্বাস্থ্য-সংক্রান্ত কোনও বিবৃতি পাওয়া যায়নি। 

অসুস্থ জীতু, খবর পেতেই তড়িঘড়ি কী করলেন দিতিপ্রিয়া?

| Edited By: জয়িতা চন্দ্র

Nov 06, 2025 | 1:32 PM

বুধবার রাত থেকেই অভিনেতা জীতু কামালকে নিয়ে উদ্বেগ অনুরাগীদের মনে। জীতু হঠাৎ আচমকা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। খবরটি ছড়িয়ে পড়তেই অনুরাগী থেকে সহকর্মী— সকলেরই উদ্বেগ চরমে। অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন সকলে। তালিকা থেকে বাদ পড়েননি সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। সোশ্যাল মিডিয়ায় সহকর্মীর দ্রুত আরোগ্য কামনা করলেন জীতুর নায়িকা।

খবর পাওয়া মাত্রই ফেসবুকে দিতিপ্রিয়া লেখেন, “প্রার্থনা করি আমার সহ-অভিনেতা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।” কয়েক মাস আগেও জীতু ও দিতিপ্রিয়ার মধ্যে দূরত্বের গুঞ্জন ছড়িয়েছিল টলিপাড়ায়। শোনা গিয়েছিল, ধারাবাহিকের সেটে তাঁদের মধ্যে খুব একটা কথাবার্তাও হয় না। তবে সেই জল্পনা এখন অতীত। তাঁরা নিজেইরাই বিষয়টা সকলের কাছে স্পষ্ট করে দেন। তাই সহকর্মীর অসুস্থতায় চিন্তিত দিতিপ্রিয়া। পর্দায় তাঁদের রসায়ন দর্শকের কাছে বেশ পছন্দের।

ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, বুধবার আউটডোর শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জীতু। সহকর্মীদের সামনে আচমকাই তিনি অজ্ঞান হয়ে যান। শ্বাসকষ্ট ও বুকব্যথার পাশাপাশি গায়ে জ্বরও ছিল প্রবল। সঙ্গে সঙ্গে তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তড়িঘড়ি চিকিৎসা শুরু করে দেন।

জীতুর অসুস্থতার খবরে শুটিং ইউনিটে নামে আতঙ্ক। অভিনেত্রীর দিতিপ্রিয়া রায়ের পাশাপাশি সহ-অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যিনি সেই সময় সেটে উপস্থিত ছিলেন, তিনিও উদ্বেগ প্রকাশ করেছেন। বর্তমানে চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন জীতু, তবে এখনও পর্যন্ত হাসপাতাল সূত্রে বিস্তারিত স্বাস্থ্য-সংক্রান্ত কোনও বিবৃতি পাওয়া যায়নি।