
‘এক চতুর নার’ — একটি থ্রিলার কমেডি চলচ্চিত্র, যাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দিব্যা খোসলা এবং নীল নীতিন মুকেশ। এটি মুক্তি পেয়েছে গত শুক্রবার প্রেক্ষাগৃহে। তবে অভিনেত্রী দিব্যা খোসলা ছবিটির বক্স অফিস রিপোর্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন যে, একটা জনপ্রিয় বক্স অফিস পোর্টাল ভুল কালেকশন দেখাচ্ছে এবং সঠিক কালেকশন নেওয়া উচিত তাদের ডিস্ট্রিবিউটরের থেকে। দিব্যা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, “দুঃখজনক যে কিছু নামী মিডিয়া অবিশ্বস্ত সোর্স থেকে বক্স অফিস কালেকশন তুলে নিচ্ছে, যার কোনও প্রমাণ নেই। আমি সবাইকে অনুরোধ করব যেন আমাদের ডিস্ট্রিবিউটরের থেকে অফিশিয়াল কালেকশন নেওয়া হয়।”
তিনি আরও বলেন, “ওই পোর্টাল আমাদের ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে কোনও কালেকশন নেয় না এবং নিজের ইচ্ছামতো সংখ্যা প্রকাশ করে। অন্য একটা ছবির সময়েও তারা পুরোপুরি ভুল কালেকশন দিয়েছিল। এখন আবার ‘এক চতুর নার’ ছবির ক্ষেত্রেও তারা ভুল তথ্য দিচ্ছে, যা অন্যায় এবং দুর্নীতিপূর্ণ। আজকের যুগে যখন অনেক ওয়েবসাইট রিভিউ ও কালেকশনের বিনিময়ে সস্তা ব্ল্যাকমেল করছে, তখন অন্তত মূলধারার মিডিয়ার প্রমাণিত তথ্য দেওয়া উচিত।”
ওই পোর্টালের তথ্য অনুযায়ী ‘এক চতুর নার’ ছবিটি প্রথম দিনে ০.৬ কোটি এবং দ্বিতীয় দিনে ০.৮ কোটি আয় করেছে। মোট ১.৪ কোটি আয়ের পরিবর্তে আরও কিছুটা বেশি আয় হলেও, ছবিটা যে ফ্লপ, তা নিয়ে সংশয় নেই। অনেকেই সোশ্যাল মিডিয়াতে দিব্যাকে এ কথাও বলেছেন যে, দিব্যার শেষ কয়েকটা ছবিই বক্স অফিসে ফ্লপ। আবার কিছু নেটিজেন বলেছেন, বলিউডে বিভিন্ন ছবির বাণিজ্যের অঙ্কে যে জল মেশানো হয়, তা ইন্ডাস্ট্রির মানুষই বলছেন। তাই এই ব্যাপারে সতর্ক হওয়া দরকার।