Tollywood Diwali Celebration: টলি-তারকাদের দিওয়ালি সেলিব্রেশন, ফ্রেমবন্দি কিছু মুহূর্ত

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Nov 05, 2021 | 3:15 PM

বৃহস্পতিবার ছিল কালীপুজো। কালীপুজো মানেই আলোর উৎসবে। আর এই উৎসবের আনন্দে গা ভাসালেন টলিউড অভিনেতা, অভিনেত্রীরাও। আপনাদের প্রিয় অভিনেতারা কেমনভাবে কাটালেন এই বিশেষ দিন ? রইল তেমনই কিছু মুহূর্ত।

1 / 6
 দীপাবলির রাতে ট্রেডিশনল সাজে নুসরত। বেগুনি রঙের শাড়িতে দেখাচ্ছিল অনবদ্য। নুসরতের সঙ্গে মিলিয়ে একই রঙের পাঞ্জাবিও পড়েছিলেন যশ। যা নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন নায়িকা।

দীপাবলির রাতে ট্রেডিশনল সাজে নুসরত। বেগুনি রঙের শাড়িতে দেখাচ্ছিল অনবদ্য। নুসরতের সঙ্গে মিলিয়ে একই রঙের পাঞ্জাবিও পড়েছিলেন যশ। যা নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন নায়িকা।

2 / 6
সোনার কানের দুল, গোলাপি কুর্তিতে অন্যরকম মিমি। হাতে প্রদীপ নিয়ে সবাই শুভেচ্ছা জানালেন দীপাবলির।

সোনার কানের দুল, গোলাপি কুর্তিতে অন্যরকম মিমি। হাতে প্রদীপ নিয়ে সবাই শুভেচ্ছা জানালেন দীপাবলির।

3 / 6
যে উৎসবেই পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। বাঙালি সাজে দুই মায়ের সঙ্গে বসে পোজ় দিলেন অঙ্কুশরা। সঙ্গে ছিলেন বন্ধু বিক্রম। যদিও বিক্রম তো এখন ওদের পরিবারই হয়ে গিয়েছে।

যে উৎসবেই পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। বাঙালি সাজে দুই মায়ের সঙ্গে বসে পোজ় দিলেন অঙ্কুশরা। সঙ্গে ছিলেন বন্ধু বিক্রম। যদিও বিক্রম তো এখন ওদের পরিবারই হয়ে গিয়েছে।

4 / 6
উৎসবের দিনে প্রিয়জনেদের সঙ্গে কাটাতেই ভালবাসে দিতিপ্রিয়া। বাড়ির ব্যালকনিতে দীপাবলির সাজে হাসিমুখে ধরা দিলেন অভিনেত্রী।

উৎসবের দিনে প্রিয়জনেদের সঙ্গে কাটাতেই ভালবাসে দিতিপ্রিয়া। বাড়ির ব্যালকনিতে দীপাবলির সাজে হাসিমুখে ধরা দিলেন অভিনেত্রী।

5 / 6
যত দিন যাচ্ছে নতুন নতুন রূপে ধরা দিচ্ছেন অভিনেত্রী। পরনে লেহেঙ্গা আর হাতে ফুলঝুরি নিয়ে ছবি তুললেন নায়িকা। উৎসবের আনন্দ ভাগ করে নিলেন সবার সঙ্গে

যত দিন যাচ্ছে নতুন নতুন রূপে ধরা দিচ্ছেন অভিনেত্রী। পরনে লেহেঙ্গা আর হাতে ফুলঝুরি নিয়ে ছবি তুললেন নায়িকা। উৎসবের আনন্দ ভাগ করে নিলেন সবার সঙ্গে

6 / 6
কালীপুজোর দিন মনামীর বাড়িতে হয় লক্ষ্মীপুজো। সেই পুজোর ব্যস্ততার ফাঁকেই ঠাকুরের সামনে পোজ় দিলেন অভিনেত্রী।

কালীপুজোর দিন মনামীর বাড়িতে হয় লক্ষ্মীপুজো। সেই পুজোর ব্যস্ততার ফাঁকেই ঠাকুরের সামনে পোজ় দিলেন অভিনেত্রী।

Next Photo Gallery