Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অনন্ত-রাধিকার সম্পর্ক নিয়ে গুঞ্জন! জানেন অম্বানি পুত্র বেলুনও বিক্রি করেছিলেন?

ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির ছোট ছেলে তিনি। মুকেশ অম্বানীর ছেলে অনন্ত অম্বানী। কিন্তু ধনী পিতার পুত্র হয়েও রাস্তায় বেলুন বিক্রি করতে গিয়েছিলেন তিনি। জানেন সেই কাহিনি? ৬ বছর বয়স ছিল অনন্তর। এক প্যাকেট বেলুন কিনে জুহুর বিচে বিক্রি করতে গিয়েছিল ছেলেটা। এর নেপথ্যে ছিল তাঁর ব্যবসায়িক বুদ্ধি।

অনন্ত-রাধিকার সম্পর্ক নিয়ে গুঞ্জন! জানেন অম্বানি পুত্র বেলুনও বিক্রি করেছিলেন?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2024 | 9:58 PM

ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির ছোট ছেলে তিনি। মুকেশ অম্বানীর ছেলে অনন্ত অম্বানী। কিন্তু ধনী পিতার পুত্র হয়েও রাস্তায় বেলুন বিক্রি করতে গিয়েছিলেন তিনি। জানেন সেই কাহিনি? ৬ বছর বয়স ছিল অনন্তর। এক প্যাকেট বেলুন কিনে জুহুর বিচে বিক্রি করতে গিয়েছিল ছেলেটা। এর নেপথ্যে ছিল তাঁর ব্যবসায়িক বুদ্ধি।

যা তাবড়-তাবড় কোটিপতিদের হার মানিয়ে দিতে পারে। গুজরাটের জামনগরে একটি সাফারি তৈরি করেছেন মুকেশ অম্বানীরা। সেখানে রয়েছে বহু হাতি। সব হাতির দায়িত্বই অনন্তের। এই অনন্ত কেন বেলুন বিক্রি করেছিলেন? সেই কারণ জানিয়েছেন কিং খান শাহরুখ। এক অনুষ্ঠানে অনন্তকে পাশে নিয়ে তাঁর ছোটবেলা সম্পর্কে অনেক কথা বলেন তিনি। জানিয়েছিলেন সেই বেলুন বিক্রি করার কাহিনিও।

শাহরুখ বলেছিলেন, “একবার জুহুর একজন বেলুনওয়ালার থেকে ১৫টাকার একটি বেলুন কিনতে গিয়েছিলেন অনন্ত। তারপর বাড়ি ফিরে আসেন দৌড়ে-দৌড়ে।” শাহরুখ জানিয়েছিলেন, সেদিন বাড়ি এসে অনন্ত ভাবতে থাকেন, এক প্যাকেট বেলুন তিনি বিক্তি করবেন জুহুতেই। হাওয়া বিনাপয়সায় পাওয়া যায়। বিনা পয়সায় পাওয়া হাওয়া সেই বেলুনে ভরে তিনি অর্ধেক দামে বিক্রি করবেন, এটাই ছিল অনন্তর পরিকল্পনা, জানান শাহরুখ। আসলে তিনি চেয়েছিলেন তাঁর মাকে ভয় দেখাতে। মাকে আটকে রাখতে। কিন্তু শাহরুখ বাস্তব বুঝতে পারেন পরে। মৃত্যু আটকানো যায় না। তাঁর মায়ের তখন যাওয়ারই ছিল। উল্লেখ্য, সম্প্রতি অনন্ত এবং তাঁর স্ত্রী রাধিকা মার্চেন্টের সম্পর্ক নিয়ে চলছে আলোচনা। তবে ডুয়ালিপার কনসার্ট দেখতে হাতে হাত ধরে হাজির হয়েছিলেন তাঁরা।