AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rhea Chakraborty: ‘রিয়ার নতুন শিকার…’ সুশান্ত অতীত, রিয়ার নতুন প্রেমিকের পরিচয় জানেন?

Rhea: অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে নিয়ে এক কালে আলোচনা কম হয়নি। নেপথ্যে ছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। অভিনেতার সঙ্গে বেশ কিছু সম্পর্কে ছিলেন রিয়া। অভিনেতার অস্বাভাবিক মৃত্যুর পর প্রেমিকা রিয়াকে নিয়ে বিতর্ক হয়নি। ২০২০ সালে সুশান্তের মৃত্যুর পর থেকে যেন ঝড় বয়ে গিয়েছে। মাঝে কেটে গিয়েছে চারটে বছর। নতুন ছন্দে ফেরার চেষ্টা করছেন তিনি। সম্প্রতি নাকি সম্পর্কেও জড়িয়েছেন। জানেন রিয়ার নতুন প্রেমিক কে?

Rhea Chakraborty: 'রিয়ার নতুন শিকার...' সুশান্ত অতীত, রিয়ার নতুন প্রেমিকের পরিচয় জানেন?
আবার প্রেমে পড়লেন রিয়া?
| Edited By: | Updated on: Aug 17, 2024 | 3:32 PM
Share

অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে নিয়ে এক কালে আলোচনা কম হয়নি। নেপথ্যে ছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। অভিনেতার সঙ্গে বেশ কিছু সম্পর্কে ছিলেন রিয়া। অভিনেতার অস্বাভাবিক মৃত্যুর পর প্রেমিকা রিয়াকে নিয়ে বিতর্ক হয়নি। ২০২০ সালে সুশান্তের মৃত্যুর পর থেকে যেন ঝড় বয়ে গিয়েছে। মাঝে কেটে গিয়েছে চারটে বছর। বিপুল ঝামেলার পর নতুন ছন্দে ফেরার চেষ্টা করছেন রিয়া। একটি হিন্দি রিয়্যালিটি শো-এ সঞ্চলিকার ভূমিকাতেও দেখা যাচ্ছে তাঁকে। এরই মাঝে রিয়ার জীবনে আবারও বসন্ত উঁকি দিয়েছে। শোনা যাচ্ছে, অভিনেত্রী মানুষী চিল্লারের প্রাক্তন প্রেমিক নিখিল কামাতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। সেই গুঞ্জন জারি রেখেই শনিবার মুম্বইয়ের রাস্তায় ফ্রেমবন্দি রিয়া এবং নিখিল। তিনি নাকি নামজাদা শিল্পপতি। দুজনের মুখেই মাস্ক পরা ছিল।

বাইক সওয়ারিতে বেরিয়েছিলেন দুজনে। সেখানেই ফ্রেমবন্দি সুশান্তের প্রাক্তন প্রেমিকা। অতীতকে ফেলে অনেকটা তিনি এগিয়ে গেলেও, সুশান্ত ভক্তরা কিন্তু এখনও চার বছর আগের সেই স্মৃতিতেই আটকে। একগুচ্ছ মন্তব্যে ভরে গিয়েছে সমাজমাধ্যমের পাতা।

নিখিলের সঙ্গে রিয়াকে দেখে কেউ লিখেছেন, “পরবর্তী শিকার রয়েছে তালিকায়। মনে সুশান্ত সম্পর্কে নিখিল শোনেননি কিছু।” আর এক জন লিখেছেন,”এনার প্রেমিক তো বাস্তব জীবনে খঁতরো কি খিলাড়ি।” আবার কারও মন্তব্য, “নতুন শিকার পেয়ে গিয়েছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা।”

View this post on Instagram

A post shared by Pinkvilla (@pinkvilla)

উল্লেখ্য, ২০২০ সালে বন্ধ ফ্ল্যাট থেকে সুশান্তের দেহ উদ্ধারের পর টানাটানি হয়েছিল রিয়াকে নিয়ে। ঝড় বয়ে যায় তাঁর জীবনে। সেই বছরেই ৮ সেপ্টেম্বর মাদক যোগের অভিযোগে অভিনেত্রীকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তার পর বেশ কিছু দিন নায়িকাকে কাটাতে হয়েছিল বাইকুল্লার সংশোধনাগারে। ৬ অক্টোবর মুম্বই সেশন কোর্ট তাঁর জেল হেফাজত বাড়িয়ে দেয়। তবে তার পরেই বম্বে হাইকোর্ট থেকে জামিন পান রিয়া। শোনা যাচ্ছে, বর্তমান প্রেমিক নিখিলের সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকার সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা। তবে এখনও নতুন প্রেম নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলেননি নায়িকা।