সুস্মিতারও আগে অবিবাহিত রবিনা দুই কন্যাকে দত্তক নিয়েছিলেন, জানতেন…?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 08, 2025 | 6:09 PM

১৯৯৪ সালে মিস ইউনিভার্স হয়েছিলেন সুস্মিতা সেন। তার পরেই যা করেছিলেন তা অবিবাহিত কোনও মেয়ে সেটা করার কথা কল্পনাও করতে পারবেন না। সেই সময় নায়িকা দত্তক নিয়েছিলেন এক ফুটফুটে কন্যাকে। যার জন্য কাঠখড়ও পোড়াতে হয়েছিল তাঁকে অনেক।

সুস্মিতারও আগে অবিবাহিত রবিনা দুই কন্যাকে দত্তক নিয়েছিলেন, জানতেন…?

Follow Us

১৯৯৪ সালে মিস ইউনিভার্স হয়েছিলেন সুস্মিতা সেন। তার পরেই যা করেছিলেন তা অবিবাহিত কোনও মেয়ে সেটা করার কথা কল্পনাও করতে পারবেন না। সেই সময় নায়িকা দত্তক নিয়েছিলেন এক ফুটফুটে কন্যাকে। যার জন্য কাঠখড়ও পোড়াতে হয়েছিল তাঁকে অনেক। যাঁর শরীরে ছিল বেশকিছু সমস্যাও। সেই কন্যা সন্তানের নাম রেনে। এই কথা সকলেই জানেন। কিন্তু যেটা জানেন না তা হল, সুস্মিতার আগে অবিবাহিত থাকাকালীন সন্তান দত্তক নিয়েছিলেন আরও এক বলিউড অভিনেত্রী। তিনি হলেন রবিনা টন্ডন। মাত্র ২১ বছর বয়সে অবিবাহিতা রবিনা দু’জন মেয়ের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন।

সেই সময় রবিনা টন্ডন ছিলেন তাঁর সাফল্যের উচ্চতায়। তাঁর এক তুতো দিদি ছিলেন। তাঁর ছিলেন দুই কন্যাসন্তান-পূজা এবং ছায়া। অর্থাভাবে দুই সন্তানকে ঠিকমতো মানুষ করতে পারছিলেন না রবিনার সেই দিদি। কন্যাসন্তান দুটিকে আরও ভালভাবে মানুষ করার জন্য তিনি দত্তক নিয়েছিলেন রবিনা টন্ডনকে। রবিনার ধ্যানজ্ঞান হয়ে ওঠে ওই দুটি মেয়ে। তিনি যখন এই সিদ্ধান্ত নিয়েছিলেন, তাঁর পরিবারের থেকে আসেনি কোনও ধরনের বাধা। বরং রবিনাকে সমর্থন জানিয়েছিলেন তাঁর বাবা-মা।

পরবর্তীকালে সেই দুটি মেয়ের বিয়ে নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছেন রবিনা। তাঁদের একজনের সন্তানও হয়েছে সম্প্রতি। ৫০ বছর বয়সের দিদা হয়েছেন রবিনা। তিনি বেজায় খুশি।

 

Next Article