বাড়ি ছেড়েছিলেন পেশার জন্য, পর্ন দুনিয়ার স্টার সানি কত কোটির মালিক জানেন?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 16, 2024 | 4:07 PM

সানি লিওন, কেরিয়ারের শুরু থেকেই তিনি এমন একটা পথ বেছে নিয়েছিলেন, যার জন্য বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হয় তাঁকে। একমাত্র ভাইকেই সত্যিটা জানিয়েছিলেন। কিছুদিনের মধ্যেই সমস্ত সত্যি জেনে যায় তাঁর পরিবারের সকলেও। এরপর সানির সফর কারও অজানা নয়।

বাড়ি ছেড়েছিলেন পেশার জন্য, পর্ন দুনিয়ার স্টার সানি কত কোটির মালিক জানেন?

Follow Us

সানি লিওন, কেরিয়ারের শুরু থেকেই তিনি এমন একটা পথ বেছে নিয়েছিলেন, যার জন্য বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হয় তাঁকে। একমাত্র ভাইকেই সত্যিটা জানিয়েছিলেন। কিছুদিনের মধ্যেই সমস্ত সত্যি জেনে যায় তাঁর পরিবারের সকলেও। এরপর সানির সফর কারও অজানা নয়। কিন্তু কেরিয়ারের একটি পর্যায় এসে সানি স্থির করে তিনি তাঁর পথ পাল্টাবেন। বলিউডে কাজ করবেন, অভিনয় করবেন। তবে সেই ইচ্ছেপূরণটা কি আদপে এতটা সহজ ছিল? হয়তো নয়। ২০১১ সালে বিগবস-এ প্রথম দেখা যায় তাঁকে। তখন থেকেই শুরু তাঁর চেষ্টা। একের পর এক সংস্থা ফিরিয়েছে সানিকে। একের পর এক পরিচালক মুখ ফিরিয়েছে তাঁর থেকে। কিন্তু তিনি স্থির করেছিলেন পর্ন দুনিয়া থেকে সরে আসবেন।

সানির যখন বয়স মাত্র ১৮, তখনই তিনি নীল ছবির দুনিয়ায় পা রাখেন। আর সেই সময়ই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি উভকামী। অর্থাৎ তাঁর নারী ও পুরুষ উভয়ের প্রতিই শারীরিক টান রয়েছে। পরবর্তীতে তিনি সেই বিষয় নিয়ে একাধিকবার কথা বলেন। তবে একটা সময় পর তিনি স্থির করেন, বলিউডে কাজ করবেন। শুরু হয় নতুন লড়াই। সানি প্রকাশ্যে জানাতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি, যে ছবির জগত থেকে তাঁর প্রস্তাব পেতে গিয়েও বেজায় বেগ পেতে হয়েছে। পেতে হয়েছে অনেক কু-প্রস্তাব। তিনিই বর্তমানে মোট ৮৩ কোটি টাকার মালিক। মোটা টাকা আয় করেন এখন তিনি। ছবি পিছু নেন ২-৩ কোটি টাকা।

Next Article