শীঘ্রই বিয়ে!জানেন কৃতির থেকে কত ছোট তাঁর প্রেমিক?

TV9 Bangla Digital | Edited By: উত্‍সা হাজরা

Jan 22, 2025 | 8:36 PM

শোনা যাচ্ছে এই বছরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কৃতি শ্যানন। সামনে এসেছে তাঁর প্রেমিকের নামও। প্রেমিক হলেন কবীর বাহিয়া– মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নামজাদা শিল্পপতি তিনি। জানেন কি, কৃতির থেকে তাঁর এই রিউমারড প্রেমিক কিন্তু বয়সে অনেকটাই ছোট?

শীঘ্রই বিয়ে!জানেন কৃতির থেকে কত ছোট তাঁর প্রেমিক?

Follow Us

শোনা যাচ্ছে এই বছরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কৃতি শ্যানন। সামনে এসেছে তাঁর প্রেমিকের নামও। প্রেমিক হলেন কবীর বাহিয়া– মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নামজাদা শিল্পপতি তিনি। জানেন কি, কৃতির থেকে তাঁর এই রিউমারড প্রেমিক কিন্তু বয়সে অনেকটাই ছোট? যদিও প্রেমে বয়স ফ্যাক্টর নয়, তবে এই খবর সামনে আসামাত্রই শুরু হয়েছে কটাক্ষ। কৃতির থেকে ঠিক কতটা ছোট তাঁর প্রেমিক?

মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, কৃতি শ্যাননের এই মুহূর্তে বয়স ৩৪ বছর। অন্যদিকে কবীরের বয়স ২৫ বছর। অর্থাৎ কবীর ও কৃতির বয়সের ফারাক ৯ বছরের। কবীরের সঙ্গে মহেন্দ্র সিং ধোনির পরিবারেরও কিন্তু গভীর যোগ রয়েছে। সম্পর্কে তিনি ধোনির শ্যালক হন। মাঝেমধ্যেই এক ফ্রেমে দেখা যায় তাঁদের।

এ দিকে যখন কৃতির বিয়ে নিয়ে জোর আলোচনা তখন এই খবরকে অস্বীকার খোদ কৃতির। তিনি বলেন, “আমার নামে মিথ্যে বলা হচ্ছে। ব্যাপারটা আমার কাছে ভীষণ হতাশাজনক। আমার পরিবারের উপরেও এর প্রভাব পড়ছে। সবাই আমাকে মেসেজ পাঠাচ্ছে। আমাকে আবার তাঁদেরকে ব্যাপারটা পরিষ্কার করতে হচ্ছে। ভীষণ অসহ্য লাগছে এই গোটা ব্যাপারটা। কৃতি না মানলেও গুঞ্জন থামেনি। আগামী দিনে কী হয় এখন সেটাই দেখার।

Next Article