সঞ্চালিকা হিসাবে সুদীপা চট্টোপাধ্যায়ের বেশ সুনাম রয়েছে টালিগঞ্জ চত্ত্বরে। এক দিকে যেমন তাঁর রান্নার অনুষ্ঠান চারিদিকে জনপ্রিয় হয়েছে। তেমনই আবার নিজের ব্যবসাও খুলেছেন তিনি। প্রযোজক পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়কে ২০১৭ সালে আইনি মতে বিয়ে করেন সুদীপা। তাঁদের প্রেমের বিয়ে। দীর্ঘ দিন একত্রবাসের পর বিয়ে করেন তাঁরা। সিরিয়ালের সেটেই তাঁদের প্রেমের শুরু হয়। সে সময় অগ্নিদেব অবশ্য ছিলেন বিবাহিত।
সে সময় পরিচালকের সঙ্গে সম্পর্কের জন্য কম কটূ কথা সহ্য করতে হয়নি। তাঁকে ‘ঘর ভাঙানি’ তকমাও দিয়েছিল দর্শকের একাংশ। নানা কটাক্ষের মাঝেও তাঁদের অগ্নিদেব-সুদীপার বাঁধন আলগা হয়নি। সে সময় অগ্নিদেব আবার এক পুত্র সন্তানের পিতা। স্বামীর প্রথম পক্ষের ছেলে আকাশ চট্টোপাধ্যায়ের সঙ্গেও খুব ভাল সম্পর্ক সুদীপার। এত কিছুর পরেও অনেক সময়ই সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। বিশেষত অগ্নিদেবের সঙ্গে দাম্পত্য নিয় অনেক কথাই শুনতে হয়েছে তাঁকে। জানেন, অগ্নিদেবের সঙ্গে সুদীপার বয়সের পার্থক্য কত?
ইন্টারনেটে খুঁজলে দেখা যাবে অগ্নিদেবের জন্ম সাল ১৯৬৫। আর অন্য দিকে সুদীপা জন্মেছেন ১৯৮৬ সালে। অর্থাত্ হিসাব বলছে তাঁদের দুজনের বয়সের পার্থক্য প্রায় ২১ বছর। টলিউড থেকে বলিউড সর্বত্রই তারকা দম্পতির বয়সের ফারাক নিয়ে বিশেষ কৌতূহল সবার। সম্প্রতি কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের বয়সের পার্থক্য নিয়েও আলোচনা হয়েছিল বিস্তর। এমনকি শোভন গঙ্গোপাধ্যায় তাঁর স্ত্রী সোহিনী সরকারের চেয়ে বয়সে কতটা ছোট তা নিয়েও আলোচনা হয়েছিল বিস্তর। যদিও সবার একটাই মত। বয়স সত্য়িই একটা নম্বর মাত্র। বয়সের পার্থক্যের সঙ্গে প্রেম বা দাম্পত্যর কোনও সম্পর্ক নেই এমনটাই বিশ্বাস অনেকের।