নুন আন্তে পান্তা ফুরনো শ্বেতার আজ প্রচুর টাকা , কাল বিয়ে বাজেট জানেন?
রবিবার, ১৯ শে জানুয়ারি চার হাত এক হতে চলেছে ছোট পর্দার শ্বেতা ভট্টাচার্যর সঙ্গে নায়ক রুবেল দাসের। দীর্ঘদিনের পরিচয়। তার পর প্রেম। এবার আরও একধাপ এগোতে চলেছে তাঁদের সম্পর্ক। ছোট থেকে অনেক কষ্ট করেই বড় হয়েছেন শ্বেতা। সে কথা অনেক সাক্ষাত্কারেই বলেছেন নায়িকা
রবিবার, ১৯ শে জানুয়ারি চার হাত এক হতে চলেছে ছোট পর্দার শ্বেতা ভট্টাচার্যর সঙ্গে নায়ক রুবেল দাসের। দীর্ঘদিনের পরিচয়। তার পর প্রেম। এবার আরও একধাপ এগোতে চলেছে তাঁদের সম্পর্ক। ছোট থেকে অনেক কষ্ট করেই বড় হয়েছেন শ্বেতা। সে কথা অনেক সাক্ষাত্কারেই বলেছেন নায়িকা। চরম অনটনে দিন কাটিয়েছেন তিনি।
সে কথা বলতে গিয়ে একবার শ্বেতা বলেন,”বড়লোকদের বাথরুম যে রকম হয়, আমাদের ঘরটা সে রকম ছিল। একান্নবর্তী পরিবার ছিল। আমি, মা আর বাবা ছোট্ট একটা ঘরে থাকতাম। এমনও হয়েছে যে দুপুর বেলা হয়তো ভাত খেয়েছি নুন দিয়ে। কিন্তু রাতে কী দিয়ে খাব তা জানা নেই।” তবে সময়ের সঙ্গে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। অবস্থা ফিরেছে তাঁদের। শ্বেতা এখন টলিপাড়ার অন্যতম জনপ্রিয় মুখ।
বিয়েতেও এলাহি আয়োজনের ব্যবস্থা করেছেন তাঁরা। বিয়ের জন্য দমদম ইমামি সিটির বিপরীতে রাজা প্যালেস বুক করেছেন শ্বেতা। বিরাট জায়গা জুড়ে ম্যারেজ হলটির অন্দরসজ্জা চোখ ধাঁধানো। পাশাপাশি রয়েছে বেশ বড়সড় খোলা জায়গা। ইনডোর এবং আউটডোর মিলিয়ে প্রায় ৪০০-৬০০ জন অতিথির জায়গা হতে পারে এই ম্যারেজ হলে। জানা গিয়েছে, এটি বুকিংয়ের জন্য নাকি খরচ শুরু হয় ২ লক্ষ টাকা থেকে।
ইতিমধ্যেই ভাইরাল শ্বেতা-রুবেলের বিয়ের নিমন্ত্রণ পত্র। প্রসঙ্গত, নিজেদের সম্পর্কের কথা কোনও দিনই আড়ালে রাখেননি তাঁরা। ‘যমুনা ঢাকি’ সিরিয়ালের সেট থেকেই তাঁদের প্রেমের শুরু। রুবেলই নাকি প্রথম প্রেম প্রস্তাব দেন। বেশ অনেক দিন অপেক্ষার পরে নায়কের প্রেমে সাড়া দেন নায়িকা। আপাতত শ্বেতা রুবেলকে বর এবং কনে বেশে দেখার অপেক্ষায় সবাই।