কত কোটির মালিক রাজ? জানেন পরিচালকের লেখাপড়া কতদূর…
Raj Chakraborty Assets: কাজটা সেভাবেই শিখেছেন টলিপাড়ার বর্তমান অন্যতম সফল পরিচালক। মাঝে মধ্যেই বিভিন্ন সাক্ষাৎকারে নিজের কঠিন অধ্যায়ের কথা বলতে শোনা যায় তাঁকে। কখনও গলা ভারী হয়ে আসে, কখনও আবার হাসির আড়ালে লুকিয়ে ফেলেন সেই সকল দিনের কষ্ট। বর্তমানে তিনি বিধায়ক। রাজনীতির ময়দানেও রেখেছেন পা।

1 / 8

2 / 8

3 / 8

4 / 8

5 / 8

6 / 8

7 / 8

8 / 8
