AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কত কোটির মালিক রাজ? জানেন পরিচালকের লেখাপড়া কতদূর…

Raj Chakraborty Assets: কাজটা সেভাবেই শিখেছেন টলিপাড়ার বর্তমান অন্যতম সফল পরিচালক। মাঝে মধ্যেই বিভিন্ন সাক্ষাৎকারে নিজের কঠিন অধ্যায়ের কথা বলতে শোনা যায় তাঁকে। কখনও গলা ভারী হয়ে আসে, কখনও আবার হাসির আড়ালে লুকিয়ে ফেলেন সেই সকল দিনের কষ্ট। বর্তমানে তিনি বিধায়ক। রাজনীতির ময়দানেও রেখেছেন পা।

| Updated on: Feb 08, 2024 | 6:55 PM
Share
রাজ চক্রবর্তী। টলিপাড়ায় রাতারাতি নিজের পায়ের তলার মাটি শক্ত করার ইতিহাস তাঁর নেই। বরং কঠিন লড়াই দিয়েই গিয়েছে তাঁর শুরুর অধ্যায়। কখনও জুনিয়র আর্টিস্ট, কখনও আবার সেটে দীর্ঘক্ষণ বসে থাকা।

রাজ চক্রবর্তী। টলিপাড়ায় রাতারাতি নিজের পায়ের তলার মাটি শক্ত করার ইতিহাস তাঁর নেই। বরং কঠিন লড়াই দিয়েই গিয়েছে তাঁর শুরুর অধ্যায়। কখনও জুনিয়র আর্টিস্ট, কখনও আবার সেটে দীর্ঘক্ষণ বসে থাকা।

1 / 8
কাজটা সেভাবেই শিখেছেন টলিপাড়ার বর্তমান অন্যতম সফল পরিচালক। মাঝে মধ্যেই বিভিন্ন সাক্ষাৎকারে নিজের কঠিন অধ্যায়ের কথা বলতে শোনা যায় তাঁকে।

কাজটা সেভাবেই শিখেছেন টলিপাড়ার বর্তমান অন্যতম সফল পরিচালক। মাঝে মধ্যেই বিভিন্ন সাক্ষাৎকারে নিজের কঠিন অধ্যায়ের কথা বলতে শোনা যায় তাঁকে।

2 / 8
কখনও গলা ভারী হয়ে আসে, কখনও আবার হাসির আড়ালে লুকিয়ে ফেলেন সেই সকল দিনের কষ্ট। বর্তমানে তিনি বিধায়ক। রাজনীতির ময়দানেও রেখেছেন পা।

কখনও গলা ভারী হয়ে আসে, কখনও আবার হাসির আড়ালে লুকিয়ে ফেলেন সেই সকল দিনের কষ্ট। বর্তমানে তিনি বিধায়ক। রাজনীতির ময়দানেও রেখেছেন পা।

3 / 8
সাধারণের পাশে থাকার সঙ্গে সঙ্গে টলিপাড়াকেও পুষ্ট করে চলেছেন তিনি। অন্যস্বাদের ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। জানেন মাত্র দ্বাদশশ্রেণি পাশ করেই অভিনয় জগতের সঙ্গে জুড়েছিলেন রাজ।

সাধারণের পাশে থাকার সঙ্গে সঙ্গে টলিপাড়াকেও পুষ্ট করে চলেছেন তিনি। অন্যস্বাদের ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। জানেন মাত্র দ্বাদশশ্রেণি পাশ করেই অভিনয় জগতের সঙ্গে জুড়েছিলেন রাজ।

4 / 8
বর্তমানে তাঁর ঝুলিতে একগুচ্ছ ছবি। তবে জানেন কি, রাজ চক্রবর্তী মোট কত কোটির মালিক। ২০২১ সালে নির্বাচনের আগে সম্পত্তির হলফনামা জমা দিয়েছিলেন রাজ।

বর্তমানে তাঁর ঝুলিতে একগুচ্ছ ছবি। তবে জানেন কি, রাজ চক্রবর্তী মোট কত কোটির মালিক। ২০২১ সালে নির্বাচনের আগে সম্পত্তির হলফনামা জমা দিয়েছিলেন রাজ।

5 / 8
সেই তথ্য অনুযায়ী তাঁর কাছে ২০২১ সালের শুরু পর্যন্ত মোট সম্পত্তি ছিল ১৩ কোটির বেশি। ১৩,৩০,০২,৩৮৩ টাকা। যে অঙ্ক এতদিনে বেড়েছে বৈকি।

সেই তথ্য অনুযায়ী তাঁর কাছে ২০২১ সালের শুরু পর্যন্ত মোট সম্পত্তি ছিল ১৩ কোটির বেশি। ১৩,৩০,০২,৩৮৩ টাকা। যে অঙ্ক এতদিনে বেড়েছে বৈকি।

6 / 8
প্রসঙ্গত রাজ চক্রবর্তী এখন ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি বাবলি নিয়ে। যেখানে অভিনয় করছেন তাঁর বর্তমান স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত রাজ চক্রবর্তী এখন ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি বাবলি নিয়ে। যেখানে অভিনয় করছেন তাঁর বর্তমান স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায়।

7 / 8
ছবির শুটের বেশ কিছু ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন পরিচালক তথা বিধায়ক। তবে ছবি কবে মুক্তি পাবে তা এখনও প্রকাশ্যে আনেনি পরিচালক।

ছবির শুটের বেশ কিছু ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন পরিচালক তথা বিধায়ক। তবে ছবি কবে মুক্তি পাবে তা এখনও প্রকাশ্যে আনেনি পরিচালক।

8 / 8