কোটি কোটি টাকা আয়! ২১ বছরের অনুষ্কা কী কাজ করেন?

TV9 Bangla Digital | Edited By: উত্‍সা হাজরা

Jan 23, 2025 | 9:52 PM

বড় বড় চোখ, কোমর অবধি ছাড়িয়েছে চুল-- পুতুলের মত মিষ্টি দেখতে। অথচ বয়স মাত্র ২১ বছর। আর এই বয়সেই তাঁর ব্যাঙ্ক ব্যালেন্স দেখলে চোখ উঠবে কপালে কে এই সুন্দরী যার এখনই জমানো রয়েছে কোটি কোটি টাকা? কীভাবেই বা এত টাকার মালিক তিনি?

কোটি কোটি টাকা আয়! ২১ বছরের অনুষ্কা কী কাজ করেন?

Follow Us

বড় বড় চোখ, কোমর অবধি ছাড়িয়েছে চুল– পুতুলের মত মিষ্টি দেখতে। অথচ বয়স মাত্র ২১ বছর। আর এই বয়সেই তাঁর ব্যাঙ্ক ব্যালেন্স দেখলে চোখ উঠবে কপালে কে এই সুন্দরী যার এখনই জমানো রয়েছে কোটি কোটি টাকা? কীভাবেই বা এত টাকার মালিক তিনি? কী করেন? কীভাবে হয় আর? নামই বা কী তাঁর? মিষ্টি এই মেয়ের নাম অনুষ্কা সেন। বুঝতেই পারছেন এক বাঙালি পরিবারেই জন্ম হয়েছে তাঁর। অনুষ্কা পেশায় অভিনেত্রী ও মডেল। শুধু কি তাই? একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও বটে।

ইতিমধ্যেই তাঁর অনুরাগীর সংখ্যা প্রায় ৪০ মিলিয়ন। ধারবাহিক তো বটেই, নানা সিরিজ ও সিনেমাতেও কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। মোট সম্পত্তির পরিমাণ? তা শুনলে তো চোখ কপালে উঠতে বাধ্য। জানা যাচ্ছে, এইটুকু বয়সের নাকি প্রায় ১৫ কোটির মতো সম্পত্তি রয়েছে তাঁর। এ ছাড়াও দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি তো রয়েছেই। এ ছাড়াও রয়েছে চোখ জলসে দেওয়া জীবনযাত্রা। মাধ্যেমধ্যেই বিশেষ ট্রিপ থেকে বিদেশ ভ্রমণ চলছে সবকিছুই।অনুষ্কার অভিনয় জগতে প্রবেশ সেই ছোট বেলায়। ‘বাল বীর’, ‘ঝাঁসি কি রানি’র মতো জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে।

অনেক সময়েই ছোট বয়সে সাফল্য পেলেও বড় বয়সে হারিয়ে যেতে দেখা যায় বিভিন্ন অভিনেতাকে। তবে অনুষ্কার ক্ষেত্রে তা ঘটেনি। রীতিমতো দাপিয়ে অভিনয় করে গিয়েছেন তিনি। পাশাপাশি অংশ নিয়েছেন ‘খতড়ো কি খিলাড়ি’র মতো রিয়ালিটি শো’তেও। অনুষ্কা বাঙালি হলেও এ রাজ্যে জন্ম নেননি তিনি। অনুষ্কার জন্ম রাঁচিতে। তবে তিনি বাংলা বুঝতে পারেন ও বলতেও পারেন।

 

Next Article