এই নামেও কেউ ডাকতে পারেন তাঁদের!টলিনায়িকাদের ডাক নাম শুনলে চমকে যাবেন
তাঁরা প্রত্যেকেই টলিউডের সফল তারকা। কারও সৌন্দর্যে মুগ্ধ দর্শক। আবার কারও অভিনয় মন ছুঁয়ে যায়। ক্যামেরার সামনে নায়িকাদের যতই গ্ল্যামরস লাগুক না কেন দেখতে, বাড়িতে তাঁরা আর পাঁচজন সাধারণের মতোই ।