এই নামেও কেউ ডাকতে পারেন তাঁদের!টলিনায়িকাদের ডাক নাম শুনলে চমকে যাবেন

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 26, 2024 | 1:00 PM

তাঁরা প্রত্যেকেই টলিউডের সফল তারকা। কারও সৌন্দর্যে মুগ্ধ দর্শক। আবার কারও অভিনয় মন ছুঁয়ে যায়। ক্যামেরার সামনে নায়িকাদের যতই গ্ল্যামরস লাগুক না কেন দেখতে, বাড়িতে তাঁরা আর পাঁচজন সাধারণের মতোই ।

1 / 8
তাঁরা প্রত্যেকেই টলিউডের সফল তারকা। কারও সৌন্দর্যে মুগ্ধ দর্শক। আবার কারও অভিনয় মন ছুঁয়ে যায়। ক্যামেরার সামনে নায়িকাদের যতই গ্ল্যামরস লাগুক না কেন দেখতে, বাড়িতে তাঁরা আর পাঁচজন সাধারণের মতোই । পোশাকি নামে ইন্ডাস্ট্রিতে তাঁরা পরিচিত হলেও তাঁদের বাড়ির নাম শুনলে খানিকটা অবাক হবেন।

তাঁরা প্রত্যেকেই টলিউডের সফল তারকা। কারও সৌন্দর্যে মুগ্ধ দর্শক। আবার কারও অভিনয় মন ছুঁয়ে যায়। ক্যামেরার সামনে নায়িকাদের যতই গ্ল্যামরস লাগুক না কেন দেখতে, বাড়িতে তাঁরা আর পাঁচজন সাধারণের মতোই । পোশাকি নামে ইন্ডাস্ট্রিতে তাঁরা পরিচিত হলেও তাঁদের বাড়ির নাম শুনলে খানিকটা অবাক হবেন।

2 / 8
পাওলি দামের ডাক নাম শুনলে অবাক হয়ে যাবেন। তাঁকে প্রিয়জনেরা পাও বলে ডাকেন।

পাওলি দামের ডাক নাম শুনলে অবাক হয়ে যাবেন। তাঁকে প্রিয়জনেরা পাও বলে ডাকেন।

3 / 8
অভিনেত্রী পায়েল সরকারের ডাক নাম পিউ। মা-বাবা তাঁকে বাড়িতে এই নামেই ডাকেন।

অভিনেত্রী পায়েল সরকারের ডাক নাম পিউ। মা-বাবা তাঁকে বাড়িতে এই নামেই ডাকেন।

4 / 8
অভিনেত্রীর রাইমা সেনেরও অনেক ডাক নাম। আদর করে তাঁর মা মুনমুন সেন ডাকেন ডলু নামে। অনেকে তাঁকে ডল বলেও সম্বোধন করেন।

অভিনেত্রীর রাইমা সেনেরও অনেক ডাক নাম। আদর করে তাঁর মা মুনমুন সেন ডাকেন ডলু নামে। অনেকে তাঁকে ডল বলেও সম্বোধন করেন।

5 / 8
স্বস্তিকা মুখোপাধ্যায়ের ডাক নাম ভেবলি। ইন্ডাস্ট্রির অনেকেই তাঁকে এই নামেই ডাকেন।

স্বস্তিকা মুখোপাধ্যায়ের ডাক নাম ভেবলি। ইন্ডাস্ট্রির অনেকেই তাঁকে এই নামেই ডাকেন।

6 / 8
টলিপাড়ায় অনেক চুমকি রয়েছেন। তবে এই নায়িকার নামও যে তাই  সে কথা কেউ জানতেন না। তিনি হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর ডাক নাম চুমকি।

টলিপাড়ায় অনেক চুমকি রয়েছেন। তবে এই নায়িকার নামও যে তাই সে কথা কেউ জানতেন না। তিনি হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর ডাক নাম চুমকি।

7 / 8
ইয়ালিনি এবং ইউভানের মা শুভশ্রী। তাঁকে কেউ পুটাই বলে ডাকছে ভাবা যায় কি? কিন্তু এটাই সত্যি। কারণ নায়িকার বাড়ির নাম পুটাই।

ইয়ালিনি এবং ইউভানের মা শুভশ্রী। তাঁকে কেউ পুটাই বলে ডাকছে ভাবা যায় কি? কিন্তু এটাই সত্যি। কারণ নায়িকার বাড়ির নাম পুটাই।

8 / 8
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ডাক নাম গিন্টু। জন্মের পর তাঁকে নাকি দেখতে ছিল পুতুলের মতো। তাই এই নাম দিয়েছিলেন

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ডাক নাম গিন্টু। জন্মের পর তাঁকে নাকি দেখতে ছিল পুতুলের মতো। তাই এই নাম দিয়েছিলেন

Next Photo Gallery
কেউ সাজলেন সান্টা, কেউ আবার সিম্পল লুকে! টলিতারকাদের ‘রঙিন’ ক্রিসমাস
রাহার ‘ফ্লাইং কিস’ থেকে কৃতীর ‘মিস্ট্রি ম্যান’! বড়দিন কেমন কাটালেন বলিতারকারা?