বলিউডকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন হাতেগোনা যে কয়েকজন তাঁর মধ্যে প্রথম সারিতে শশী কাপুর। আইকনিক ডান্স স্টাইল, অমায়িক হাসির মধ্যে দিয়ে মন জয় করেছেন শত শত তরুণীর। সিনেমার ইতিহাসে তিনি সফল নায়ক। তবে তাঁর ছেলেমেয়েদের কেউই বাবার মতো খ্যাতি পাননি। তাঁর একমাত্র মেয়ে সঞ্জনা কাপুর চেয়েছিলেন শো-বিজের নায়িকা হতে। ঘটা করে ডেবিউও হয়েছিল তাঁর। তবে লাভের লাভ কিছুই হয়নি। প্রতিযোগিতার ইঁদুরদৌড়ে অচিরেই হারিয়ে গিয়েছেন সঞ্জনা। আজ তিনি কোথায়? কী করেন জানেন? কীভাবে দিন কাটে সঞ্জনা কাপুরের?
১৯৫৮ সালের এরকমই এক জুলাই মাসে বিদেশিনী জেনিফার কেন্ডেলকে বিয়ে করেন শশী কাপুর। পরের বছরই ১৯৫৯ সালে তাঁদের কোলে আসে প্রথম সন্তান কুনাল কাপুর। দ্বিতীয় সন্তানের জন্ম হয় ১৯৬২ সালে, বাবা-মা ভালবেসে নাম দেন করণ কাপুর। ১৯৬৭ সালের ২৭ নভেম্বর জন্ম নেয় তাঁদের তৃতীয় সন্তান সঞ্জনা কাপুর। পরিবারের এক বৃত্ত যেন সম্পূর্ণ হয়। মনে পাড়ে অপর্ণা সেন পরিচালিত ‘৩৬ চৌরঙ্গী লেন’ ছবির কথা? ওই ছবির মধ্যে দিয়েই ডেবিউ হয় সঞ্জনার। এর পর একে একে উৎসব’, ‘সালাম বম্বে’, ‘হিরো হিরালাল’– ছবিতেও কাজ করতে দেখা যায়। তবে ছবিগুলির কোনওটাই বক্স অফিসে সেভাবে সাফল্য লাভ করতে পারেনি।
বলিউডের নিজেকে প্রতিষ্ঠিত করতে না পেরে যদিও থেমে যাননি সঞ্জনা। বদলে ফেলেন তাঁর কেরিয়ার। কিছু দিন ব্রেকের পর ২০১২ সালে নিজের থিয়েটার গ্রুপ ‘জুনুন’ তৈরি করেন তিনি। মঞ্চনাটকই হয়ে ওঠে তাঁর প্রধান উপজীব্য। আজও ওই কাজই করে চলেছেন তিনি। সেখানে যদিও সাফল্য এসেছে তাঁর। জাঁকজমক থেকে দূরে সরে গেলেও অভিনয় থেকে দূরে সরে যাননি তিনি তাঁর দুই দাদাও বেছে নিয়েছেন অন্য পেশা। কুনাল কাপুর একজন অ্যাডগুরু। ওদিকে করণ কাপুর একজন অ্যাওয়ার্ড প্রাপ্ত ফটোগ্রাফার।