তিনি হিন্দুও নন, মুসলমান নন! করিনা কাপুরের আরাধ্য দেবতা কে?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 12, 2025 | 7:49 PM

Kareena Kapoor: রণধীর কাপুর এবং ববিতা কাপুরের ছোট মেয়ে করিনা কাপুর খান। বিয়ে করেছেন পতৌদি পরিবারের ছোটে নবাব সইফ আলি খানকে। তিনিও অভিনেতা। সইফের বাবা ছিলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেট অধিনায়ক মনসুর আলি খান পতৌদি।

তিনি হিন্দুও নন, মুসলমান নন! করিনা কাপুরের আরাধ্য দেবতা কে?

Follow Us

রণধীর কাপুর এবং ববিতা কাপুরের ছোট মেয়ে করিনা কাপুর খান। বিয়ে করেছেন পতৌদি পরিবারের ছোটে নবাব সইফ আলি খানকে। তিনিও অভিনেতা। সইফের বাবা ছিলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেট অধিনায়ক মনসুর আলি খান পতৌদি। যিনি এখনও টাইগার পতৌদি নামেই পরিচিত। সইফের মা, শর্মিলা ঠাকুর সেকালের অন্যতম সেরা অভিনেত্রী। পতৌদিকে বিয়ে করার পর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি। নাম পরিবর্তন করে আয়েশা বেগম হয়েছিলেন নায়িকা। তবে, শর্মিলার এই নাম পরিবর্তন এবং ধর্মান্তরণের প্রভাব অনেকটাই পতৌদি প্যালেসের আশপাশেই সীমাবদ্ধ ছিল। বলিউডে এবং তাঁর অনুরাগীদের কাছে, আজও শর্মিলা ঠাকুর নামেই পরিচিত।

করিনা কাপুর খান, পতৌদি পরিবারে বিয়ে করে এসেও ধর্ম পরিবর্তন করেননি। যদিও তিনি সইফ আলি খানের পদবী হিসেবে “খান” ব্যবহার করেন। তবে ইসলাম ধর্ম গ্রহণ করেননি। করিনার ধর্মবিশ্বাস নিয়ে বেশ কিছু প্রশ্ন ছিল, কারণ তিনি কাপুর পরিবারের হিন্দু ধর্মও মানেন না। তাহলে, করিনার আরাধ্য ঈশ্বর কে? কিছুদিন আগে করিনার বড় ছেলে তৈমুরের পিডিয়াট্রিক নার্স (ন্যানি) ললিতা ডিসিলভা একটি পডকাস্টে এসেছিলেন। পতৌদি পরিবার সম্পর্কে তাঁর অভিজ্ঞতা ভাগ করতে গিয়ে অনেক অজানা কথাই সামনে এনেছেন তিনি। জানিয়েছেন, করিনা হিন্দু নন, মুসলমানও নন। তিনি তাঁর মা ববিতা কাপুরের ধর্মকেই অনুসরণ করেন। তা হল তিনি খ্রিস্টান। যিশুই করিনার আরাধ্য দেবতা। কাপুর পরিবারে এমনিতেও ক্রিসমাস বড় করে পালন করা হয়।

Next Article